কলকাতা: ‘ভিরে দি ওয়েডিং’ (Veere Di Wedding) মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। আর আসতে চলেছে এই ছবির সিক্য়ুয়েল। বলিউডসূত্রের খবর, আগামী বছরের শুরুতেই আরম্ভ হবে এই সিক্য়ুয়েলের শ্য়ুটিং। এই ছবির মুখ্য় ভূমিকায় অভিনয় করেছেন, করিনা কপূর খান, সোনম কাপুর শিখা, তলসানিয়া এবং স্বরা ভাস্করের মত অভিনেতারা। সিক্য়ুয়েলেও এই অভিনেতাদেরই দেখা যাবে বলে খবর।


‘ভিরে দি ওয়েডিং’, সোনাম কপূর, করিনা কপূর খান, স্বারা ভাস্কর অভিনীত ছবিটির ট্রেলর পর্দায় আসার পর থেকেই দর্শকদের মধ্যে ছবি নিয়ে এক আলাদা উন্মাদনা তৈরি করেছিল। ছবিতে মেয়েদের সাহসী ভাবে দেখানো হয়েছে। বক্সঅফিসে ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। স্বরা ভাস্করকে অনস্ক্রিনে হস্তমৈথুন করতেও দেখা গিয়েছিল এখানে। আর এই দৃশ্য় নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক।


আরও পড়ুন...


রোজ কমপক্ষে ১০০ রোগী AIIMS-এ, দিল্লিতে উত্তরোত্তর বাড়ছে কনজাঙ্কটিভাইটিস, কী করণীয় জানালেন চিকিৎসকেরা


এই সমস্ত দৃশ্যের সমর্থনে যেমন অনেকে সওয়াল করেছিল, অনেককে আবার সমালোচনাও করতে দেখা গিয়েছিব। আমজনতার সমালোচনা সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকলেও, টিম ‘ভিরে দি ওয়েডিং’কে একহাত নিয়েছিলেন সিবিএফসি-র সদস্য বাণী ত্রিপাঠী। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, কীভাবে এই দৃশ্যগুলো মহিলাদের ক্ষমতায়নের মাপকাঠি হতে পারে? তাঁর ‘ভিরে দি ওয়েডিং’য়ের চলচ্চিত্রকারদের সরাসরি প্রশ্ন ছিল, তাহলে এটাই নারীবাদ, মহিলাদের ক্ষমতায়ন আপনাদের কাছে? লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করার একটি বিকৃত প্রক্রিয়া এটি। পুরুষদের সঙ্গে সমতা বুঝি এই সমস্ত ভুল বিষয়কে মাপকাঠি করে অর্জন করা যায়, প্রশ্ন ছিল সেন্সর বোর্ড সদস্যের।


তবে এই ছবির গল্পে কী চমক থাকতে চলেছে তা এখনও জানা যায়নি।


প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশ্য়ে এসেছে স্বরার মা হতে চলার খবর। মাতৃত্বকালীন পোশাকে একাধিক ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবি দেখেই বোঝা যাচ্ছিল মাতৃত্বকালীন সময় যেন তারিয়ে তারিয়ে উপভোগ করছেন স্বরা। তবে অভিনেত্রীর এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষ-ট্রোলিং। অনেকে যেমন অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন, তেমনই অনেকে আবার কটাক্ষও ছুঁড়ে দিয়েছিলেন। 


গত ১৬ ফেব্রুয়ারি নিজের ট্যুইটার ও ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে বিয়ের সুখবর নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial