কলকাতা: মুক্তির অপেক্ষায় 'শিবপুর' (Shibpur)। আগামী ৩০ জুন এই ছবির মুক্তির আগেই নিজের পরবর্তী কাজের কথা ঘোষণা করলেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। আসছে তাঁর নতুন ফিচার ফিল্ম 'দুর্গাপুর জংশন' (Durgapur Junction)।


নতুন ছবির নাম ঘোষণা পরিচালক অরিন্দম ভট্টাচার্যের


২০১৬ সালের 'অন্তরলীন' (Antarleen), ২০১৮ সালে 'ফ্ল্যাট নং ৬০৯' (Flat no 609), ২০২১ সালে 'অন্তর্ধান' (Antardhaan) ও তারপর ২০২৩ সালের 'শিবপুর' খ্যাত পরিচালক প্রযোজক অরিন্দম ভট্টাচার্যের পরবর্তী ছবির নাম ঘোষণা করা হল। আসছে 'দুর্গাপুর জংশন'।


শিল্পের শহর দুর্গাপুরের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। একের পর এক সিরিয়াল কিলিং ঘিরে ঘনীভূত রহস্য ও এক যুবক কর্মঠ পুলিশ অফিসারের সাহায্যে এক সাংবাদিকের সেই রহস্যের গভীরে প্রবেশ করার আপ্রাণ চেষ্টার গল্প বলবে 'দুর্গাপুর জংশন'। বলাই বাহুল্য এই ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হবে দুর্গাপুরে। এছাড়া বোলপুর ও কলকাতায় বাকি অংশের শ্যুটিং হবে। জুন ও জুলাই মাসে শ্যুটিং সারা হবে। ২০২৩ সালের শীতে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই ছবি মুক্তি পেতে পারে বলে খবর নির্মাতাদের তরফে।


অভিনয়ে কাদের দেখা যাবে?


'শিবপুর' ছবির পর ফের অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে কাজ করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukheriee)। সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়া পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে (Vikram Chatteriee)। তাছাড়া ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে একাবলী খন্না, রাজদীপ সরকার, প্রদীপ ধর প্রমুখকে। 


এই ছবি সম্পর্কে পরিচালক বলেন, 'আমার আগামী ছবির বেশিরভাগই মূলত দুর্গাপুরে শ্যুটিং হবে। একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গল্প। দুর্গাপুরে একই ধরনের ঘটনা ঘটতে থাকে পরপর এবং সেই রহস্য উদঘাটনে একজন সাংবাদিক ও এক পুলিশ অফিসার কীভাবে তদন্ত নামেন সেই নিয়েই গল্প। মূলত এটি আমেরিকায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে।'


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস


ছবির গল্প লিখেছেন অরিন্দম ভট্টাচার্য। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও তিনিই। 'স্ক্রিন স্টিলার্স'-এর নিবেদনে তৈরি হবে 'দুর্গাপুর জংশন', সহ প্রযোজনায় শম্পা চৌধুরী, দেবশ্রী সাহা, জয়দীপ পাল, অম্বুজ চতুর্বেদী, সৌমিত্র দে। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial