কলকাতা: এবার ছবির পরিচালনায় অরিত্র বন্দ্যোপাধ্যায় (Aritra Banerjee)। পেশায় ইউটিউবার ও ক্রিটিক এবার পরিচালনা শুরু করছেন। 'অরিত্রস জ্ঞান' (Aritra's Gyan) ইউটিউব চ্যানেলে ১৫ অগাস্ট আসছে স্বল্পদৈর্ঘ্যের ছবি 'রাইটার্স ব্লক' (Writer's Block)। প্রযোজনায় রূপতুহিন দত্ত। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অরিত্র নিজেই।
ছবির কাহিনি সংক্ষেপে
কাহিনি আবর্তিত হয় এক লেখককে ঘিরে। তিনি এমন একজন লেখক যাঁর প্রথম বই বেস্টসেলার হয়। কিন্তু বর্তমানে তিনি 'রাইটার্স ব্লক'-এর মধ্যে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ বহু চেষ্টা করেও কিছু লিখতে পারছেন না। তিনি একটি বন্ধুর ক্যাফেতে বসে লেখার চেষ্টা চালিয়ে যান। কিন্তু কোনও লাভ হয় না। এমন সময় একদিন এক রহস্যময়ী মহিলা ওই ক্যাফেতে এসে হাজির হয়। তাঁকে দেখেই লেখকের মাথায় নানা রকমের প্লট আসতে থাকে। তিনি কি পারবেন তাঁর উপন্যাস লিখে ফেলতে?
ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবতনু, রিমোনা দাস, সান্বয় বসু, দীপ্তদীপ মিত্র ও অরিত্র বন্দ্যোপাধ্যায়।
কী বললেন পরিচালক ও অভিনেতারা?
লেখক ও পরিচালক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'এই সিনেমাটি একটি চেম্বার ড্রামা। এখানে আমরা গোল্ডেন এজ অফ ডিটেক্টিভ ফিকশনের কিছু সেরা গল্পকে এবং ৭০-এর দশকের অমিতাভ বচ্চনের সিনেমাকে ট্রিবিউট জানিয়েছি। আমরা এটার একটা অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ্যে এনেছি যেটা আজ পর্যন্ত কোনও শর্ট ফিল্মে হয়নি। সেটি খুব ভাল সাড়া পেয়েছে। আশা করছি দর্শক ২০ মিনিটের একটি টান টান অভিজ্ঞতা অনুভব করবেন।'
আরও পড়ুন: Nabab Nandini: ফুটবলপ্রেমী নবাব ও মেধাবী নন্দিনী নিয়ে আসছে নিজেদের গল্প, দেখুন 'নবাব নন্দিনী'
দেবতনু বলেন, 'আমার পুরো মেকিং প্রসেসটা খুব ভাল লেগেছে। আমি একদম প্রথম ধাপ থেকে ছবিটার সঙ্গে যুক্ত ছিলাম। থ্রিলার ঘরানার ছবিতে মানুষ আমাকে আগে দেখেননি, তাই চরিত্রটা দর্শককে অবাক করবে।' রিমোনা বলছেন, 'আমি এর আগে মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। এটা আমার কাছে সম্পূর্ণ অন্য রকম একটা চরিত্র ছিল। খুব মজা করে কাজ করেছি। আমি অপেক্ষা করে আছি দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য।'