কলকাতা: বিনোদনের 'ডেইলি ডোজ'-এ নতুন সংযোজন। স্টার জলসা নিয়ে আসছে তাদের নতুন ধারাবাহিক 'নবাব নন্দিনী' (Nabab Nandini)। আগামী ৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে এই নতুন সিরিয়াল (Bengali Serial)। কেমন হবে এই ধারাবাহিকের গল্প? কাদেরই বা দেখা যাবে মুখ্য চরিত্রে? রইল সমস্ত তথ্য।
আসছে 'নবাব নন্দিনী'
আরও এক নতুন পারিবারিক গল্প নিয়ে আপনাদের সামনে আসতে চলেছে স্টার জলসা। সমস্ত প্রতিকূল পরিস্থিতি সামনে দাঁড়িয়ে এক নম্র ভদ্র মহিলার লড়াইয়ের গল্প বলবে এই ধারাবাহিক। এটি একটি অদম্য ইচ্ছাশক্তির গল্প, একটি মেয়ের তাঁর লক্ষ্যে পৌঁছনোর জন্য সমস্ত চিরাচরিত প্রথা ভেঙে নিজের সিদ্ধান্তে অটল থাকার গল্প। এটি একটি পারিবারিক ধারাবাহিক যা হারানো গৌরব এবং ঐক্য পুনরায় ফিরিয়ে আনার সংগ্রামের কথা বলে, যা পরিবারের সকল বয়সের মানুষ উপভোগ করবেন।
'নবাব নন্দিনী' বলবে এক যুবক ও যুবতীর গল্প। নাবাব এক আবেগপ্রবণ, লড়াকু ফুটবলার (footballer) যে বিশ্বে নিজেকে এক দক্ষ ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। নবাব দায়িত্ববান, সৎ ও গুণী ছেলে যার গোটা জীবন যার পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়। অন্যদিকে নন্দিনী, মাটির মানুষ। সে চায় হোটেল ইন্ডাস্ট্রিতে (hotel industry) উদাহরণ সৃষ্টিকারী কিছু করতে। কলেজে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি নিয়ে পাশ করেছে। নন্দিনী নিজের নীতিতে চলে এবং তাঁর আত্মসম্মানের সঙ্গে সে কখনও আপোস করে না। নন্দিনী আপাতত নবাবের বৌদি কমলিকার সহকারী হিসেবে চাকরি করে।
এই ধারাবাহিকে নবাব বসুঠাকুরের চরিত্রে দেখা যাবে রেজওয়ানকে। ফুটবলার হিসেবে নয়া অবতার দেখবেন দর্শক তাঁর। অন্যদিকে নন্দিনী কাঞ্জিলালের চরিত্রে দেখা যাবে ইন্দ্রানী পালকে। অনন্যা বিশ্বাসও তাঁর কমলিকা চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে তৈরি। এসভিএফ এন্টারটেনমেন্টস প্রযোজিত ধারাবাহিক এটি।
আরও পড়ুন: Manobjomin: সবুজ দিগন্তরেখায় দাঁড়িয়ে পরমব্রত-প্রিয়ঙ্কা, শ্রীজাতর ছবির 'প্রথম দর্শন' যেন কাব্যিক
ধারাবাহিকের গল্প যত এগোতে থাকবে, নন্দিনীর জন্য ততই নতুন নতুন চ্যালেঞ্জ আসতে থাকবে। নন্দিনী কি কমলিকার ক্রমাগত হুমকি থেকে নিজেকে বাঁচাতে পারবে? নন্দিনী ও নবাবের সম্পর্ক কি গড়ে উঠবে? সব প্রশ্নের উত্তর পেতে আগামী ৮ অগাস্ট থেকে স্টার জলসায় প্রত্যেক সোমবার থেকে রবিবার সন্ধ্যা ৬টায় দেখতে হবে 'নবাব নন্দিনী'।