কলকাতা: অসুস্থ অভিনেতা অর্জুন বিজলানি (Arjun Bijlani), ভর্তি হাসপাতালে। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন অভিনেতার স্বাস্থ্য নিয়ে। অনেকেই জানতে চেয়েছিলেন কী হয়েছে অভিনেতার? অবশেষে অভিনেতার স্ত্রী জানালেন, অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis) হয়েছিল অভিনেতার। হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়েছিল অভিনেতার। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।
অভিনেতার স্ত্রী জানিয়েছেন, কাজের মধ্যেই হঠাৎ অসুস্থবোধ করেন অভিনেতা। তড়িঘড়ি মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই অভিনেতার অ্যাপেন্ডিসাইটিস-এর অস্ত্রোপচার হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। তবে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলেই জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় অর্জুনের একটি ছবি শেয়ার করে নিয়ে স্ত্রী নেহা স্বামী বিজলানি (Neha Swami Bijlani) লেখেন, চিকিৎসক এবং ভগবানকে অশেষ ধন্যবাদ। অর্জুনের অস্ত্রোপচার সফল হয়েছে। ওর সমস্ত অনুরাগী, যাঁরা ওঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।' এখনও হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেতা। তবে বিপদমুক্ত ও সুস্থ হয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অর্জুন বিজলানি। সেখানে দেখা যাচ্ছে, তাঁর হাসপাতালের কেবিনে টিভি চলছে। আর সেখানে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)-র একটি ভাষণ। সেখানে অর্জুন বিজলানি লিখেছেন, 'আপনাকে দেখলেই তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আপনিই অনুপ্রেরণা।'
অর্জুন ফিটনেস-ফ্রিক। অভিনয়ের পাশাপাশি শরীরচর্চার দিকেও জোর দেন তিনি। সেই কারণেই অভিনেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়েছিলেন অনেকেই। অনেকেই জানতে চেয়েছিলেন অভিনেতার কী হয়েছে। তাঁকে হাসপাতালের বিছানায় হাতে স্যালাইন নিয়ে শুয়ে থাকতে দেবে উদ্বিগ্ন হয়েছিলেন অনেকেই। ছোটপর্দায় জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি, অর্জুন একাধিক জনপ্রিয় শো-এর সঞ্চালনাও করেছেন। একাধিক নাচের প্রতিযোগিতামূলক শো হোস্ট করেছেন তিনি। একটি সিজনে তিনি 'খতরো কে খিলাড়ি'-র প্রতিযোগীও ছিলেন।
আরও পড়ুন: Ritabhari-Deepika: বঙ্গকন্যা ঋতাভরীকে বাক্স ভর্তি করে উপহার পাঠালেন দীপিকা! হঠাৎ কী কারণে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।