মুম্বই: মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক নিয়ে ইদানীং বারবার আলোচনায় অভিনেতা অর্জুন কপূর। তিনি ৩৩। আর মালাইকার বয়স ৪৫। বয়সে বড় বান্ধবী মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে ইদানীং বেশ খোলামেলা অর্জুন। কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেননি অনেকেই। সম্প্রতি টুইটারে অভিনেতা বরুণ ধবনের এক ভক্ত অর্জুনকে আক্রমণ করেছেন চাঁচাছোলা ভাষায়। তাঁর বক্তব্য, অর্জুন তাঁর বাবার দ্বিতীয় স্ত্রী প্রয়াত শ্রীদেবীকে ঘৃণা করতেন, কারণ বনি কপূর তাঁর মা মোনা কপূরকে ছেড়ে গিয়েছিলেন। কিন্তু এখন সেই অর্জুনই তাঁর থেকে বয়সে অনেক বড়, এক সন্তানের মা, মালাইকার সঙ্গে সম্পর্ক তৈরি করছেন। এটা ‘দ্বিচারিতা’ ছাড়া কী?
অর্জুনও এই ট্রোলের জবাব দিয়েছেন কড়া ভাবে। তিনি জানিয়েছেন, শ্রীদেবীর সঙ্গে তিনি সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলতেন ঠিকই, কিন্তু তাঁকে ঘৃণা করতেন না। তাহলে শ্রীদেবীর শেষকৃত্যে তিনি বনি কপূর এবং জাহ্নবী-খুশির পাশে গিয়ে দাঁড়াতেন না। সেই সঙ্গে ওই মহিলাকে অর্জুন বলেন, আপনি তো বরুণ ধবনের ভক্ত। ডিপি-তে ওঁর ছবি ব্যবহার করে নেতিবাচক মনোভাব ছড়িয়ে দেবেন না।



পরে অবশ্য ওই মহিলা ওই টুইটটি মুছে দেন এবং অর্জুনের কাছে ক্ষমাও চেয়ে নেন। এই প্রসঙ্গে একটি টুইট করেন বরুণ ধবনও। তিনি ক্ষমা চেয়ে নেওয়ার জন্য ধন্যবাদ জানান ওই মহিলা ভক্তকে। সেইসঙ্গে অর্জুনকে বড় মনের মানুষ বলে তারিফও করেন।