সংবাদপত্রটি অবশ্য জানিয়ে দেয়, অর্জুনের মাকে নিয়ে নয়, তারা খবর প্রকাশ করেছে ‘মুবারকান’ ছবিতে তাঁর স্ক্রিন মাকে নিয়ে। অভিনেতার মাকে নিয়ে কোনও হালকা মন্তব্যের উদ্দেশ্য তাদের ছিল না।
‘মুবারকান’-এ দ্বৈত ভূমিকায় অভিনয় করছেন অর্জুন। তবে ছবির চরিত্র নির্বাচন নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। ঠিক ছিল, অমৃতা সিংহ অর্জুনের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু একেবারে শেষে ছবি থেকে সরে দাঁড়ান তিনি। তাঁর জায়গায় এসেছেন রত্না পাঠক শাহ। বিষয়টি নিয়ে ওই হেডলাইন করে সংশ্লিষ্ট সংবাদপত্র। কিন্তু অর্জুনের আপত্তির পর খবরটি অনলাইন এডিশন থেকে সরিয়ে নিয়েছে তারা।