মেষ
কোনও ছোট কারণে অপমানিত হতে পারেন, একটু সাবধান থাকুন। ভাল কাজ হাতছাড়া হতে পারে। দূরে ভ্রমণের আলোচনা। পেটের সমস্যায় ভুগতে পারেন।
বৃষ
রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা। বাড়িতে অশান্তির জন্য মনে কষ্ট বাড়তে পারে। প্রেমের ব্যপারে কোনও ভাল খবর আসতে পারে। ব্যবসার দিকে ভাল লাভ হতে পারে।
মিথুন
কোনও আত্মীয়ের খারাপ খবর আসতে পারে। সন্তানের জন্য অস্থিরতা বাড়বে। নতুন প্রেমের যোগাযোগ। গঠনমূলক কাজে উন্নতি। আর্থিক চাপ বৃদ্ধি।
কর্কট
অপমানজনক কথা শুনতে হতে পারে। ব্যবসার দিকে খুব ভাল খবর আসতে পারে। কর্মস্থানে বড় কোনও কাজের দায়িত্ব পাবেন।
সিংহ
পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। কোনও শুভ কাজে যেতে পারেন। ব্যবসার দিকে আশা বৃদ্ধি। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
কন্যা
মানসিক চাপ বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদ বাড়তে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি। প্রেমে বিরহ যন্ত্রণা। পিতার সঙ্গে কোনও বিশেষ আলোচনা।
তুলা
শুভ যোগাযোগ আসতে পারে। আর্থিক চাপ বাড়বে। কোনও মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে।
বৃশ্চিক
আজ জলপথে ভ্রমণ না করা ভাল হবে। স্ত্রীর কারণে মনে চিন্তা বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও চাপ আসতে পারে। অপরের কোনও ব্যবহার আজ খুব খারাপ লাগতে পারে।
ধনু
একটু রাস্তাঘাট দেখে চলুন, মাথায় আঘাত লাগতে পারে। নতুন কোনও কাজের চেষ্টা বাড়তে পারে। বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে। কোনও লোভের কারণে আজ বিপদ হতে পারে।
মকর
আজ কোনও দামি জিনিস উপহার পেতে পারেন। কাজের ভুলের জন্য উচ্চস্থানীয় ব্যক্তির কাছে অপমান। ব্যবসার দিকে মন্দা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ।
কুম্ভ
জুয়া জাতীয় কোনও খেলাতে বড় ক্ষতি হতে পারে। পথেঘাটে আঘাত লাগতে পারে। ব্যবসার দিকে কোনও নতুন সুযোগ হাতছাড়া হতে পারে। বিয়ে নিয়ে আলোচনা।
মীন
রাজনীতির দিকে আগ্রহ বাড়তে পারে। ব্যবসার দিকে ভাল সময়। পাওনা টাকা আদায় হতে পারে। পিতার ব্যবহারে মনকষ্ট। বাড়তি খরচ চাপ বাড়াতে পারে।