মুম্বই: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ট্রোলের শিকার হতে হয় বলিউড অভিনেতাদের। বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা পাল্টা কড়া জবাবও দেন। সম্প্রতি অর্জুন কপূরকে 'মলেস্টার' বলে কটূক্তি করেন এক সোশ্যাল মিডিয়া ফলোওয়ার। পেলেন কড়া জবাবও।

 

প্রসঙ্গত, অর্জুন-পরিণীতি অভিনীত নমস্তে ইংল্যান্ড-এর গান 'তেরে লিয়ে'র ঝলক ১১ সেপ্টেম্বর নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন অভিনেত্রী। সেখানে অর্জুনকে নিজের জ্যাকেট খুনে পরিণীতিকে পরিয়ে দিতে দেখা যায়। সেই ছবিতেই এক টুইটারাইটের মন্তব্যে বিতর্কের ঝড়।




তবে অর্জুনের উদ্দেশ্যে কটূক্তি করার জন্যে অভিনেতার থেকে কড়া জবাবও পেয়েছেন ওই টুইটারাইট। পুরো কথোপকথনটি দেখুন