লন্ডন: অ্যালেস্টার কুককে তাঁর কেরিয়ারের শেষ টেস্টে জয় উপহার দিয়েছে ইংল্যান্ড দল। এই তারকা ব্যাটসম্যানকে চোখের জলে বিদায় জানালেন ইংল্যান্ড দলের ক্রিকেটাররা। তবে কুকের অবসর নিয়ে সবচেয়ে বেশি আবেগবিহ্বল হয়ে পড়লেন তাঁর দীর্ঘদিনের সহ খেলোয়াড় জেমস অ্যান্ডারসন। কুক সম্পর্কে বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি।



পেসার অ্যান্ডারসন যখন ইংল্যান্ড দলের হয়ে খেলতে শুরু করেছিলেন, তার তিন বছর বাদে অভিষেক হয়েছিল কুকের। পরে ইংল্যান্ড দলের অধিনায়ক হন কুক। তাঁর নেতৃত্বে দীর্ঘদিন খেলেছেন অ্যান্ডারসন।
অ্যান্ডারসন বলেছেন, শেষ উইকেট যখন নিলাম, তখন যে কুক মাঠে ছিল, এটাই সবচেয়ে খুশির ব্যাপার। ওদের (কেএল রাহুল ও ঋষভ পন্ত) পার্টনারশিপ দেখে মনে হচ্ছিল যে, ওরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাবে। আমার কাজ ছিল একটা দিক সামলে রাখা। আমরা নতুন বল নিলাম। আর এই উইকেট নেওয়ার সুযোগ আমি পেলাম।
কুকের অবসর টেস্ট অ্যান্ডারসনের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহের নজির গড়েছেন তিনি। ১৪৩ টেস্টে ৫৬৪ উইকেট নিয়ে তিনি প্রাক্তন অসি পেসার গ্লেন ম্যাকগ্রকে পিছনে ফেলেছেন।
ম্যাচের পর অ্যান্ডারসনের প্রশংসা করেছেন কুক। তিনি বলেছেন, আজকের খেলা দেখাল টেস্ট ক্রিকেট খেলা কতটা কঠিন। ইংল্যান্ডের এই মহান ক্রিকেটারের সঙ্গে খেলাটা আমার কাছে সম্মানের ব্যাপার।