অর্জুনের আগে মালাইকাই অবশ্য মালদ্বীপের ছুটির কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর মালাইকা এখন সিঙ্গল। ১৯৯৮-এ বিয়ে হয় মালাইকা-আরবাজের। ২০১৭-য় ডিভোর্স হয়ে গিয়েছে। আরহান নামে একটি ছেলে রয়েছে তাঁদের। অর্জুনের আগে মালাইকাই অবশ্য মালদ্বীপের ছুটির কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর মালাইকা এখন সিঙ্গল। ১৯৯৮-এ বিয়ে হয় মালাইকা-আরবাজের। ২০১৭-য় ডিভোর্স হয়ে গিয়েছে। আরহান নামে একটি ছেলে রয়েছে তাঁদের।