বেঙ্গালুরু: ফের কলকাতা নাইট রাইডার্সকে বিপদ থেকে উদ্ধার করল অ্যান্ড্রু রাসেলের ব্যাট। তাঁর অপরাজিত ৪৮-এর সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কে ৫ উইকেটে হারিয়ে কেকেআর জিতে গেল গুরুত্বপূর্ণ এই অ্যাওয়ে ম্যাচ।

জয়ের জন্য ২৪ বলে চাই ৬৬ রান। এই অবস্থায় দলের হাল ধরেন রাসেল। মাত্র ১৩ বলে অপরাজিত ৪৮ তুলে দিয়ে ৫ বল বাকি থাকতেই তিনি জয় ভরে দেন কেকেআর-এর পকেটে। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে রয়েছে ৭টি ছয় ও ১টি চার।




বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি ৪৯ বলে ৮৪ করেন, এবি ডি ভিলিয়ার্স ৩২ বলে ৬৩। ১০৮ রানের এই জুটির সৌজন্যে মাত্র ৩ উইকেট খুইয়ে আরসিবি ২০৫ রান তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ক্রিস লিন (৩১ বলে ৪৩), রবিন উথাপ্পা (২৫ বলে ৩৩) ও নীতিশ রায়নার (২৩ বলে ৩৭) সুবাদে টুকটুক করে এগোচ্ছিল কেকেআর। আরসিবি-র পবন নেগি ২ উইকেট ও যজুবেন্দ্র চাহল ১ উইকেট তোলেন। কিন্তু এরপর কার্যত একার হাতে রাসেল ছত্রভঙ্গ করে দেন বেঙ্গালুরুকে।