মুম্বই: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে অর্জুন কপূরের (Arjun Kapoor) বিয়ের গুঞ্জনে উত্তাল বি টাউন। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, চলতি বছরের শেষের দিকেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন দুই তারকা। কয়েকদিন আগেই মালাইকা অরোরা জানিয়েছিলেন যে, তিনি এবং অর্জুন বিয়ের পরিকল্পনা করছেন। আর সদ্যই দুই তারকার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, যেহেতু দুই তারকারই শীতকাল পছন্দ, তাই এই বছরই শীতকালে নতুন জীবন শুরু করবেন তাঁরা। বিয়ের গুঞ্জনের মাঝেই এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অর্জুন কপূর।


অর্জুন কপূরের ইঙ্গিতপূর্ণ পোস্ট-


এদিন যখন নেট দুনিয়া তোলপাড় অর্জুন কপূর ও মালাইকা অরোরার বিয়ের গুঞ্জনে, তখনই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন 'টু স্টেটস' তারকা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অর্জুন কপূর লিখেছেন, 'দেখে ভালো লাগছে, আমার থেকে আমার জীবনের প্রতি সবার কৌতুহল কত বেশি।' অভিনেতার এই ইঙ্গিতপূর্ণ পোস্টে নেট নাগরিকরাও কিছু হতে চলার গন্ধ পাচ্ছেন।




আরও পড়ুন - Priyanka Chopra: নাক-মুখ কেটে রক্ত পড়ছে! এ কী অবস্থা প্রিয়ঙ্কা চোপড়ার?


প্রসঙ্গত, সম্প্রতি দুই তারকার ঘনিষ্ঠ এক বন্ধু বলেন, 'অর্জুন এবং মালাইকা দুজনে একে অপরকে অত্যন্ত ভালোবাসেন। আমরা যেটাকে সত্যিকারের ভালোবাসা বলে থাকি, ওদের ভালোবাসা তেমনই। এবার ওঁরা তাঁদের ভালোবাসাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। অর্থাৎ, ভালোবাসাকে বিয়ের পূর্ণতা দেওয়ার পরিকল্পনা করছেন। খুব সম্ভাবত ওঁরা চলতি বছর শীতকালে মুম্বইতেই বিয়ে করতে পারেন। অর্জুন এবং মালাইকা দুজনেরই শীতকাল খুবই পছন্দের। তাই তাঁরা চলতি বছর নভেম্বর কিংবা ডিসেম্বরেই মুম্বইতে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সারতে পারেন। আইনি বিয়ে সারার পর খুবই সাধারণভাবে বিয়ে করতে পারেন অর্জুন কপূর ও মালাইকা অরোরা। বিয়ের পর পার্টিও দেবেন। সেই পার্টিতে উপস্থিত থাকতে পারেন পরিবারের সদস্যরা এবং ইন্ডাস্ট্রির তাঁদের কিছু সহকর্মী। অর্জুন - মালাইকার বিয়েতে অতিথি হিসেবে থাকতে পারেন করিনা কপূর খান।'