Priyanka Chopra: নাক-মুখ কেটে রক্ত পড়ছে! এ কী অবস্থা প্রিয়ঙ্কা চোপড়ার?

নাক, ঠোঁট কেটে রক্ত বেরিয়েছে। গালেও রক্তের চিহ্ন স্পষ্ট। অভিনেত্রীর (Priyanka Chopra) পোস্ট করা ছবি দেখে চমকে গিয়েছেন নেট নাগরিকরা। কী হল হঠাৎ তাঁর?

Continues below advertisement

মুম্বই: সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যাতে দেখা যাচ্ছে, মুখে রক্তেরদাগ। নাক, ঠোঁট কেটে রক্ত বেরিয়েছে। গালেও রক্তের চিহ্ন স্পষ্ট। অভিনেত্রীর পোস্ট করা ছবি দেখে চমকে গিয়েছেন নেট নাগরিকরা। কী হল হঠাৎ তাঁর?

Continues below advertisement

আহত প্রিয়ঙ্কা চোপড়া-

যদিও প্রিয়ঙ্কা চোপড়ার ছবি দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও, পরে নেট নাগরিকরা গোটা বিষয়টা বুঝতে পারলেন, যখন তাঁরা অভিনেত্রীর ছবির ক্যাপশনে চোখ রাখলেন। ছবি পোস্ট করে প্রিয়ঙ্কা চোপড়া লিখেছেন, 'কাজের জায়গায় এমন কঠিন দিন কখনও গিয়েছে আপনার?' সঙ্গে হাসির ইমোজিও দিয়েছেন তিনি। জানা গিয়েছে, 'সিটাডেল' ছবির শ্যুটিংয়ের সময়ে এভাবেই মুখে আঘাত পান তিনি। প্রিয়ঙ্কা চোপড়ার পোস্টে সাধারণ নেট নাগরিকদের পাশাপাশি কমেন্টে ভরিয়ে দিয়েছেন অন্যান্য তারকারাও। প্রসঙ্গত, সদ্য দিন কয়েক আগেই বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রও শ্যুটিংয়ের সময়ে চোট পাওয়ার ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় রোহিত শেট্টির ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে হাতের নানা জায়গা কেটে গিয়েছে তাঁর।

আরও পড়ুন - Pallavi Dey Death: পল্লবীর ফ্ল্যাটে রাতও কাটান ঐন্দ্রিলা! কেন?

অন্যদিকে, সদ্যই মাতৃদিবসে নিজের সদ্যোজাত সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন প্রিয়ঙ্কা চোপড়া। চলতি বছরের শুরুতেই  সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়ঙ্কা। বাবা হন নিক।  ১৫ই জানুয়ারি  সান দিয়াগোর  হাসপাতালে গত জন্ম নেয় তাঁদের কন্যা সন্তান মালতী।  নিক-প্রিয়াঙ্কার মেয়ের শারীরিক অবস্থার জন্যই ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিল সে। মাদার্স ডে-তেই মেয়েকে  বাড়ি নিয়ে আসেন নিক-প্রিয়ঙ্কা।  ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রিয়ঙ্কা চোপড়া ছবি পোস্ট করে লেখেন, 'গত কয়েক মাস ধরে তাঁদের জীবনে তোলপাড় চলছিল।  NICU তে ১০০রও বেশি দিন ছিল তাঁদের কন্যা। অবশেষে মেয়েকে বাড়ি নিয়ে এলেন তাঁরা।  তিনি আরও লেখেন, আমরা আনন্দিত যে আমাদের ছোট্ট মেয়েটি অবশেষে বাড়িতে এসেছে, । Rady Children’s La Jolla এবং Cedar Sinai, Los Angeles-এর প্রত্যেক ডাক্তার, নার্স এবং বিশেষজ্ঞকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা প্রতিটি ধাপে নিঃস্বার্থভাবে পাশে ছিলেন। আমাদের পরবর্তী অধ্যায় এখন শুরু হবে। শেষে মজা করে লেখেন, আমাদের মেয়েটা সত্যি বড্ড 'বদমাশ'.... মা-বাবা দুজনে তোমায় খুব ভালবাসে।'

Continues below advertisement
Sponsored Links by Taboola