বিয়ের ২১ বছর পর ডিভোর্স হল অর্জুন রামপালের, দুই মেয়ে থাকবে মা মেহরের কাছে
ABP Ananda, Web Desk | 21 Nov 2019 12:58 PM (IST)
অর্জুন প্রেম করছেন বিদেশি মডেল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়ডসের সঙ্গে। তাঁদের একটি সন্তানও হয়েছে।
মুম্বই: বিয়ের ২১ বছর পর এক সময়ের সুপারমডেল মেহর জেসিয়ার সঙ্গে বলিউড অভিনেতা ও মডেল অর্জুন রামপালের ডিভোর্স হয়ে গেল। বেশ কিছুদিন ধরে পৃথক থাকতেন তাঁরা। আজ পাকাপাকিভাবে বিচ্ছিন্ন হলেন। বান্দ্রার ফ্যামিলি কোর্ট পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এই ডিভোর্সে সম্মতি দিয়েছে। এ বছর ৩০ এপ্রিল আদালতে ডিভোর্সের আবেদন করেন এই দম্পতি। অর্জুন-মেহরের দুই মেয়ে রয়েছে, দুজনেই থাকবে বান্দ্রায়, মায়ের সঙ্গে। অর্জুন-মেহরের মধ্যে অশান্তির খবর বেশ কয়েক বছর ধরে আসছিল। ২০১১ সালে প্রথম শোনা যায়, তাঁদের মধ্যে বনিবনা হচ্ছে না। এর বেশ কয়েক বছর পর ২০১৮-য় অশান্তির খবর মেনে নেন অর্জুন। অশান্তির জেরে দুজনে আলাদা থাকছিলেন। যদিও ডিভোর্সের আবেদন করার সময় তাঁরা বিবৃতি দেন, তাঁরা একে অপরের ভাল বন্ধু, বন্ধুত্বের সম্পর্ক সব সময় বজায় থাকবে। দুজনে ভিন্ন ধর্মের হওয়ায় তাঁদের বিয়ে হয় বিশেষ বিবাহ আইনে। পুরনো সম্পর্কে পিছনে ফেলে অনেক এগিয়ে গিয়েছেন তাঁরা। অর্জুন প্রেম করছেন বিদেশি মডেল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়ডসের সঙ্গে। তাঁদের একটি সন্তানও হয়েছে।