মুম্বই: অজয় দেবগণের তানাজি- দ্য আনসাং ওয়ারিয়র-এর ট্রেলার মুক্তি পেয়েছে, দর্শকরা ট্রেলার দেখে দারুণ খুশি, এখন ছবি মুক্তির অপেক্ষা। কিন্তু পদ্মাবত-এর মতই মুক্তির আগে বিতর্কে জড়িয়ে পড়েছে তানাজি। এনসিপি বিধায়ক জিতেন্দ্র আহাদ নির্মাতাদের হুমকি দিয়েছেন, ছবিতে এক্ষুনি কিছু বদল করতে হবে।


টুইট করে জিতেন্দ্র বলেছেন, আমি তানাজি ছবির ট্রেলার দেখেছি। এতে ভুল তথ্য দেওয়া হয়েছে, যা এখনই বদলানো হবে। না হলে আমি নিজের দায়িত্বে করাব। যদি একে হুমকি ভাবেন, তাই সই।



তবে ছবি নির্মাতারা এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। তাঁর আগে সম্ভাজি ব্রিগেডও নির্মাতাদের চিঠি দিয়ে ছবির বিষয় নিয়ে তথ্য চায়।

তানাজি ছিলেন ছত্রপতি শিবাজির সেনাপতি। তাঁর বীরত্বের কথা এখনও মরাঠিদের মুখে মুখে ঘোরে। শিবাজি তাঁকে সিংহ উপাধি দেন। ১৬৭০ সালে সিংহগড় দুর্গ জয়ের সময় মারা যান তানাজি।