মুম্বই: প্রজাতন্ত্র দিবসে ফ্যানদের সুখবর শুনিয়েছেন অর্জুন রামপাল। তাঁর মা ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি। আনন্দ চাপতে না পেরে অর্জুন সে খবর শেয়ার করেছেন টুইটারে।
এই মুহূর্তে অর্জুন রামপাল লিসবনে। সেখান থেকেই জানিয়েছেন এই খবর। টুইটে তিনি ট্যাগ করেছেন অঙ্কোলজিস্ট বিশেষজ্ঞ কার্লো গ্রেকো ও এক চিকিৎসা কেন্দ্রকে। ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে। শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানদের, তাঁদের প্রার্থনার জন্য।
আইপিএল সংক্রান্ত আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন রামপাল। মুক্ত কণ্ঠে জানিয়েছেন, ললিতের জন্যই সেরে উঠেছেন তাঁর মা।