কলকাতা: স্মৃতি যেন সবসময়েই মধুর... ফিরে দেখলে মন ভাল হয়ে যায় সবসময়। বর্তমানে তিনি সাফল্য পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। তবে আজ, সোশ্যাল মিডিয়ায় দুটি পুরনো ছবি শেয়ার করে তিনি ফিরে দেখলেন তাঁর মডেলিং ও অভিনয়ের ফেলে আসা কেরিয়ারকে। অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। আর আজ, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর ছবি দেখে তাঁকে প্রশংসায় ভরিয়েছেন সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা।
বর্তমানে অর্পিতা বেশিরভাগ সময়েই থাকেন দিল্লিতে। সেখানে ব্যবসার দেখাশোনা করেন তিনি। তবে অভিনেত্রী কাজ করে চলেছেন টলিউডেও, তবে অবশ্যই বেছে বেছে। তাঁকে শিলাদিত্য মৌলিকের 'হৃদপিণ্ড' ছবিটিতে দেখা গিয়েছিল নায়িকার ভূমিকায়। এছাড়াও তিনি সদ্য কাজ করেছেন 'আবার কাঞ্চনজঙ্ঘা' ও 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবিতে। শুধু তাই নয়.. সদ্য মঞ্চেও অভিনয় করেছেন অর্পিতা।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি সদ্য শেয়ার করে নিয়েছিলেন অর্পিতা। সেখানে তাঁর পরণে সাদা ফরম্যাল কোট, চোখে চশমা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে অর্পিতা লিখেছেন, 'ফিরে দেখা মডেলিং-এর দিনগুলি'। এই ছবিতে অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা প্রশংসায় ভরিয়েছেন অর্পিতাকে। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অর্পিতার এই ছবিতে লিখেছেন, 'পারফেকশন'। আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন অর্পিতা, সেটি অবশ্য তাঁর অভিনয়ের একটি ছবি। সেই ছবিটি শেয়ার করে অর্পিতা লিখেছেন, 'কথার থেকে অনেক বেশি বাঙ্গময় হয় চোখ'।
২০২১ সালে 'মাই নেম ইজ জান'-এ অভিনয় করে নজর কেড়েছিলেম অর্পিতা। মঞ্চে গওহর জানের ভূমিকায় প্রায় ২ ঘণ্টার অনুষ্ঠান করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। নাচ, অভিনয় এবং গান, সব মিলিয়ে প্রায় ২ ঘণ্টার অনুষ্ঠান করেছিলেন তিনি। একাধিক শো করেছিলেন তিনি এই একক নাটকের। একসময় গানের নিয়মিত চর্চা করতেন অর্পিতা। পরবর্তীতে অভিনয়ের কারণে তা ছেড়ে দিতে হয়। এই অনুষ্ঠানের জন্যই দীর্ঘদিন পরে গানের চর্চায় ফিরেছিলেন অর্পিতা।
আরও পড়ুন: Mimi Chakraborty: 'বিদায়.. আবার দেখা হবে', সমুদ্রসৈকতে ছুটি কাটানোর মুহূর্ত ফিরে দেখলেন মিমি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।