কলকাতা: রাত দখল.. এই কর্মসূচী মূলত ছিল শুধুমাত্র মেয়েদের। কিন্তু সরকারের তরফ থেকে সদ্য মহিলাদের সুরক্ষার জন্য যে নিয়মাবলি জারি করা হয়েছে, সেখানে এড়িয়ে যেতে বলা হয়েছে মহিলাদের নাইট ডিউটি! আর এই প্রসঙ্গেই এবার ক্ষোভপ্রকাশ করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। রবিবার সিনেমাপাড়ার মিছিলে সামিল হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। একা পরমব্রত নন, এই মিছিলে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সৌরসেনী মৈত্র ও অন্যান্যরা। সেই মিছিলের শেষেই, জমায়েতের মধ্যে সরকারের নতুন নীতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন পরমব্রত।
মিছিলের শেষে, জমায়েতের মধ্যে পরমব্রতকে বলতে শোনা গেল, 'রাজ্য সরকার নারী সুরক্ষায় নতুন কিছু নিয়ম প্রণয়ন করার চেষ্টা করেছেন। সেই পদক্ষেপকে স্বাগত। কিন্তু সেখানে আমার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা যদি এই জায়গাতেই চলে যাই, তাহলে ১৪ তারিখ রাতে আমাদের রাত দখলের ডাক দিয়ে কী লাভ হল?' অন্যদিকে আবির চট্টোপাধ্যায় বলছেন, 'একটা দ্রুত ন্যায়বিচার হলে, একটা শাস্তি হলে সবার কাছেই সেই বার্তাটা পৌঁছবে।'
গতকাল আর জি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে এবার রাস্তায় নামেন টালিগঞ্জের (Tollywood) কলাকুশলীরা। খান্না মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত হবে তাঁদের মিছিল। এই মিছিলে পা মিলিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, পাওলি দাম, ফ্যশন ডিজাইন অভিষেক রায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন এবং আরও অনেকে। এই মিছিলে রয়েছেন সিনেমাপাড়ার বিভিন্ন ক্ষেত্রে কর্মরত মানুষরা। সকলের দাবি একটাই। আর জি কর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাই। নির্যাতিতা চিকিৎসকের জন্য সুবিচার চাইছেন সকলে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই পথে নেমেছে সিনেমাপাড়া। এটাই প্রথম নয়। এর আগেও আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন টলিউডের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক এবং অন্যান্য কলাকুশলীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।