মুম্বই: সিনেপ্রেমীদের জন্য সুখবর। ২০২২-এর মে মাসে তাঁদের জন্য অপেক্ষা করছে বিশাল উপহার। 'মডার্ন লভ মুম্বই' ('Modern Love Mumbai') নিয়ে আসছেন একগুচ্ছ প্রথম সারির পরিচালক।
আসছে 'মডার্ন লভ ইন মুম্বই'
বিশাল ভরদ্বাজ, হংসল মেহতা, সোনালী বোস, ধ্রুব সেহগল, অলংকৃতা শ্রীবাস্তব ও নুপূর আস্থানা (Vishal Bhardwaj, Hansal Mehta, Shonali Bose, Dhruv Sehgal, Alankrita Shrivastava and Nupur Asthana)। ছয়জন নিয়ে আসছে বিভিন্ন ধরনের প্রেমকাহিনি। সিরিজের নাম 'মডার্ন লভ মুম্বই'। দেখা যাবে 'অ্যামাজন প্রাইম ভিডিও'-এ।
আমেরিকায় 'মডার্ন লভ' অ্যান্থলজির মুম্বইয়ের সংস্করণ এটি। কাদের কাদের দেখা যাবে? ফতিমা সানা শেখ, আরশদ ওয়ারসি, চিত্রাঙ্গদা সিংহ, মাসাবা গুপ্তা, নাসিরুদ্দিন শাহের মতো মুখ দেখা যাবে।
ছয় পরিচালকের ছয় গল্প
পৃতীশ নন্দী কমিউনিকেশনস প্রযোজিত এই সিরিজে দেখা যাবে নিম্নলিখিত ছয়টি গল্প। 'ভালবাসা ও অনুভূতির একাধিক স্তর আবিষ্কার' করা হবে এই ছটি গল্পে।
- রাত রানি - পরিচালনায় সোনালী বোস। অভিনয়ে ফতিমা সানা শেখ, ভূপেন্দ্র জড়াওয়াত ও দিলীপ প্রভাবলকর।
- বাঈ - হংসল মেহতার পরিচালনায় তনুজা, প্রতীক গাঁধী ও রণবীর ব্রার অভিনয় করবেন।
- মুম্বই ড্রাগন - বিশাল ভরদ্বাজ পরিচালক। ইয়ো ইয়ান ইয়ান, মায়াং চ্যাং, ওয়ামিকা গব্বি, নাসিরুদ্দিন শাহ অভিনয় করবেন।
- মাই বিউটিফুল রিঙ্কলস - অলংকৃতা শ্রীবাস্তবের পরিচালনায় দেখা যাবে সারিকা, দানেশ রাজভি, এহসাস চন্না, তনভী আজমি।
- আই লভ ঠানে - ধ্রুব সেহগলের পরিচালনা। মাসাবা গুপ্তা, ঋত্বিক ভৌমিক, প্রতীক বব্বর, আদর মালিক ও ডলি সিংহকে দেখা যাবে।
- কাটিং চায় - নুপূর আস্থানা পরিচালনা করবেন। অভিনয়ে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহ ও আরশদ ওয়ারসিকে।
'মডার্ন লভ মুম্বই' দেখা যাবে ১৩ মে থেকে অ্যামাজন প্রাইম ভিডিওয়।
আরও পড়ুন: 'Gadar 2' Update: ৮০ শতাংশ শ্যুটিং সারা, আসছে সানি-আমিশার 'গদর ২'