হাঁটুতে চোট আর্শাদ ওয়ারশির, ভর্তি হাসপাতালে
ABP Ananda, web desk | 29 Jun 2017 08:57 AM (IST)
নয়াদিল্লি: হাঁটুতে চোট পেলেন বলিউড অভিনেতা আর্শাদ ওয়ারশি। চোট একটাই বেশি যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ৪৯ বছরের অভিনেতা নিজেই ট্যুইট করে এ খবর জানিয়েছেন। গতকাল ট্যুইট করে আর্শাদ বলেন, হাঁটুতে একটা চোট লেগেছে। সেরে উঠতে হাসপাতালে রয়েছেন। এরপরও তাঁর জখম নীল রঙে কাস্টে মোড়া হাঁটুর ছবি পোস্ট করে "জলি এলএলবি" তারকা জানিয়েছেন, ট্যাঙ্গো করার সময় চোট লেগেছে। উল্লেখ্য, একটা সময় আর্শাদের নিজের ড্যান্স স্টুডিও ছিল। ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘ইশকিয়া’, ‘ঢেড় ইশকিয়া’-র আর্শাদের অভিনয় সিনেপ্রেমীদের মন জয় করেছে।