কলকাতা: বাংলা ধারাবাহিকের সেই ছোট্ট ভূতকে মনে আছে? খোলা অগোছালো চুল, নিজের থেকে প্রায় ডাবল সাইজের একটা লম্বা শার্ট পড়া মিষ্টি একটা 'ভূত'। নাম 'ভুতু'। ২০১৬ সালে ছোটপর্দায় এই খুদে অভিনেত্রী মন কেড়েছিল সকলের। ঝরঝরে সংলাপ, মিশুকে সেই মেয়েটির নাম আর্শিয়া মুখোপাধ্যায় (Arshiyaa Mukherjee)


বাংলা ধারাবাহিক 'ভুতু' জনপ্রিয়তা প্রায় কার্যত আর্শিয়ার জন্যই। তাঁর সাবলীল অভিনয় নজর এড়ায়নি বিভিন্ন বড় পরিচালক, প্রযোজকেরও। বাংলায় 'ভুতু' ধারাবাহিক শেষ হওয়ার পরেই হিন্দি ধারাবাহিকে অভিনয়ের ডাক পান আর্শিয়া। 'ভুতু' ধারাবাহিকের অনুকরণে হিন্দিতেও একটি ধারাবাহিক তৈরি হয়েছিল। আর সেখানেও মুখ্যচরিত্রে ছিল বাংলার 'ভুতু'। ধারাবাহিকে তার নাম হয়েছিল পিহু। ধারাবাহিকের গল্প এগোতে, চরিত্রের প্রয়োজনেই দ্বৈত সত্তায় অভিনয় করতে হয়েছিল তাকে। আর এই দুই চরিত্র ছিল সম্পূর্ণ আলাদা। একটি ইতিবাচক ও একটি নেতিবাচক। 


হিন্দি ধারাবাহিকেও সাফল্যের সঙ্গে দুটি চরিত্রে দীর্ঘদিন অভিনয় করেছিল আর্শিয়া। কাজের প্রয়োজনেই মুম্বইবাসী হতে হয়েছিল তাকে। তবে মুম্বইয়ের ধারাবাহিক শেষ হতে ফের কলকাতায় ফিরে আসে আর্শিয়া। মন দেয় পড়াশোনায়। 


দীর্ঘদিন পরে ফের 'শ্রীকৃষ্ণভক্ত মীরা' ধারাবাহিকে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আর্শিয়াকে। 'শ্রীকৃষ্ণভক্ত মীরা' ধারাবাহিকে ছোট মীরার ভূমিকায় অভিনয় করেছিল আর্শিয়া। সময়ের সঙ্গে সঙ্গে মীরার বয়স বাড়লে সেই চরিত্রে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতাকে। 


আরও পড়ুন: Feluda: শ্যুটিং চলছে, তার মধ্যেই পরিচালককে ক্যামেরাবন্দি করলেন 'ফেলুদা' স্বয়ং!


আপাতত অভিনয় করছে না আর্শিয়া, পড়াশোনাতেই মন দিয়েছে সে। তবে সোশ্যাল মিডিয়ায় আর্শিয়া বেশ সক্রিয়। হামেশাই বিভিন্ন ছবি শেয়ার করে নেয় সে। তবে সেই ছোট্ট 'ভুতু' এখন বেশ বড় হয়ে গিয়েছে। তাঁর মিষ্টি হাসিটি একরকম থাকলেও আর্শিয়ার হাবভাব বেশ কিশোরীর মতোই। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো তার মিষ্টি মুহূর্ত। আর্শিয়ার দিদি রয়েছেন। তাঁর সঙ্গেও মাঝে মধ্যেই মজার রিল ভিডিও বানিয়ে ফেলেন আর্শিয়া।


ফের নতুন চরিত্র নিয়ে কবে ছোটপর্দায় আর্শিয়া ফিরছেন, এখন তারই অপেক্ষায় দর্শক।