মুম্বই: ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল বিদ্রোহীদের। তা ফুরোতেই বিদ্রোহী বিধায়কদের কড়া বার্তা দিল শিব সেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে গোষ্ঠী। গতকালই বৈঠকের পরে কড়া বার্তা দিয়েছেন খোদ উদ্ধব ঠাকরে। বিদ্রোহীদের রুখতে নতুন রণকৌশল নেওয়া হয়েছে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) গোষ্ঠীর তরফে।


কী বার্তা:
আর কোনও আলোচনা নয়, এবার মোকাবিলার পথে হাঁটবে দল, বার্তা শিব সেনার। বিদ্রোহী গোষ্ঠী একনাথ শিন্ডের (Eknath Shinde) তরফে দাবি ছিল শিবসেনা ও নির্দল মিলিয়ে প্রায় পঞ্চাশ জন বিধায়ক তাঁদের সমর্থন করছেন। ফলে বিদ্রোহী গোষ্ঠী বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে বলে মনে করেছে শিব সেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী। সেটা রুখতে বিদ্রোহীরা অনাস্থা প্রস্তাব আনার আগেই, বিধানসভায় আস্থা প্রস্তাব আনার পরিকল্পনা ঠাকরে গোষ্ঠীর। সেক্ষেত্রে আস্থা প্রস্তাব পেশ হলে গুয়াহাটি থেকে বিদ্রোহী বিধায়কদের মহারাষ্ট্রে আসতে হবে। তাঁদের আসতে হবে মুম্বইতে। এভাবেই নিজেদের আস্তানা থেকে এই বিধায়কদের বাইরে বার করতে চাইছে শিবসেনা নেতৃত্ব।


আগের দিন বৈঠকের পর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, 'যাঁরা বলতেন, মরে গেলেও শিবসেনা ছাড়বেন না, তাঁরাই পালিয়েছেন। বিদ্রোহী বিধায়করা শিবসেনা ভাঙার চেষ্টা করছেন।' তিনি আরও বলেন, 'শিব সেনা ও বাল ঠাকরের নাম ব্যবহার না করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দেখান। আমার কাছে থাকা দুটি বিভাগ একনাথ শিণ্ডেকে দিয়েছিলাম।' উদ্ধব ঠাকরের বিরোধিতা করে এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। তাঁর অনুগামীদের নিয়ে অসমের গুয়াহাটিতে একটি হোটেলে রয়েছেন তাঁরা।  


আইনি পদক্ষেপও:
এদিকে মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে এগোচ্ছে উদ্ধব ঠাকরে শিবির। ১২ জনের পর আরও ৫ জন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করতে উদ্যোগী শিবসেনা। সেই লক্ষ্য়েই  নতুন ৫ বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে।


আরও পড়ুন: ‘রাস্তায় হোক বা বিধানসভায়, জিতব আমরাই' , হুঁশিয়ারি সঞ্জয় রাউতের