মুম্বই: 'আর্টিকেল ১৫' ছবির ২ বছর পূর্ণ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিটি। আয়ুষ্মান খুরানা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, ঈশা তলওয়ার ও সায়নী গুপ্ত। ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন অনুভব সিনহা। অনুরাগীদের একেবারে কড়া বাস্তবের মাটিতে নিয়ে গিয়ে ফেলেছিল এই ছবিটি। উত্তরপ্রদেশের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিটি বিতর্কের মুখেও পড়েছিল। 


গতকাল অর্থাৎ ২৮ জুন ২ বছর পূরণ করল ছবিটি। এদিন আয়ুষ্মান খুরানা এদিন বলেন, দর্শককে আরও বেশি সিনেমাহলমুখী করার জন্য এই ধরনের ছবি আরও দরকার। এর আগেও বিভিন্ন চরিত্রে দক্ষতার সঙ্গেই অভিনয় করেছেন আয়ুষ্মান। 'ভিকি ডোনার' অভিনেতা এদিন আরও বলেন, ' আমার কাছে আর্টিকেল ১৫ ছবিটি চিরকালই ভীষণ আলাদা হয়ে থাকবে। আমার অভিনয় জীবনে এমন একটা কাজ দেওয়ার জন্য অনুভব সিনহাকে অনেক ধন্যবাদ। এই ছবিটা আমার চোখ খুলে দিয়েছিল। নিজেকে নিজে নতুন করে চিনেছিলাম। এর আগে আমি কখনও ভাবিনি যে এমন একটা চরিত্রে আমি অভিনয় করব।'


কড়া বাস্তবতাকে তুলে ধরেছিল বলেই এই ছবি আলোচনার বিষয় হয়ে উঠেছিল। আয়ুষ্মান বলছেন, 'আমাদের এমন ছবি তৈরি করা উচিত যেটা নিয়ে দর্শকরা আলোচনা করতে পারবেন। 'আর্টিকেল ১৫' এমনই একটা ছবি। আমার মনে হয় লকডাউন মানুষকে অনেকটা ভাবনার জায়গা করে দিয়েছে। এখন মানুষ কেবলমাত্র ছবি দেখতে চায় না, সেগুলো নিয়ে বিশ্লেষণ করতে চায়। মানুষ একইসঙ্গে বিনোদন চায় আবার ভাবনার রসদও চায়। গোটা বিশ্বে এখন বিভিন্ন বিষয়ে ছবি তৈরি হচ্ছে। সেই ছবিগুলি চেনা ধারার থেকে বেশ ভিন্নধর্মী। মানুষ এখন বিষয়ভিত্তির ছবি দেখতেই পছন্দ করছে।


'আর্টিকেল ১৫' ছবিতে একজন আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা। দুটি দলিত মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্পটি। শেষবারের মত গুলাবো সিতাবো ছবিতে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ছবিটি।