স্বজনপোষণ বিতর্কের আঁচ এখন অভিনয় জগত ছাড়িয়ে সঙ্গীত দুনিয়াতেও। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন 'মুভি অ্যান্ড মিউজিক' মাফিয়ারাজ নিয়ে আলেচনা। মন্তব্য, পাল্টা মন্তব্য।
গত সপ্তাহে একটি ইউটিউব বার্তায় সঙ্গীতদুনিয়ায় দুই শিবিরের ছড়ি ঘোরানো নিয়ে কড়া বার্তা দেন সোনু নিগম। এরপর একই সুরে প্রায় কথা বলেছেন আদনান শামি। আর এখন কথা বললেন মোনালি ঠাকুর। বহু হিট গানের কণ্ঠশিল্পী মোনালির দাবি এই ইন্ডাস্ট্রিতে কেউ কারও প্রাপ্য পায় না। শুধু গান নয়, অভিনয়ও করেছেন মোনালি। কিন্তু এখন তিনি আর সেই চেষ্টা করেন না। জানিয়েছেন অভিনেত্রী। কারণ বলিউডের পরিবেশ তাঁর ভাল লাগে না।
মোনালির দাবি, তিনি অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কারণ শিল্পীরা তাঁদের পারিশ্রমিকও পান না। উদাহরণ টেনে তিনি বলেন, কারণ কোনও শিল্পী যদি কোনও লেবেল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন, তাহলে তাঁকে পারিশ্রমিকের ৫০ থেকে ৮০ শতাংশ দিয়ে দিতে হয় ও সৃষ্টির উপর স্বত্ত্বাধিকার ছিনিয়ে নেওয়া হয়।
মোনালি আরও বলেন, সঙ্গীতশিল্পীদের বেশিরভাগ টাকাই আসে মঞ্চানুষ্ঠান থেকেই।
এর আগে আদনান শামিও বলেন, বলিউডের ফিল্ম ও মিউজিক মাফিয়ারা শিল্পের নিয়ন্ত্রক হতে চায়। সঙ্গীত মহলে প্রতিভার অপমৃত্যু স্বাভাবিক ঘটনা, যদি কেউ এই মাফিয়াদের কথামত না চলতে চায়, তবে একঘরে করে দেওয়া হয় তাদের। গায়ক আদনান সামি এবার এই অভিযোগ করলেন।
'এখানে কেউ নিজের পারিশ্রমিকটুকুও পান না', মিউজিক মাফিয়া বিতর্কে ঘি ঢাললেন মোনালি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jun 2020 01:46 PM (IST)
মোনালির দাবি, তিনি অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কারণ শিল্পীরা তাঁদের পারিশ্রমিকও পান না।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -