নয়াদিল্লি: বলিউডের সুপারস্টার সলমন খানের নয়া ভিডিও সামনে এল। ভিডিওতে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডুর সঙ্গে সাইকেল চালাতে দেখা গিয়েছে। সলমন তাঁর আগামী সিনেমা ‘ভারত’ –এর শ্যুটিং ব্যস্ত। শ্যুটিংয়ের কাজে পুরো দল সহ পঞ্জাবে পৌঁছে যান সলমন। এবার শ্যুটিংয়ের কাজ থেকে ছুটি নিয়ে চার্টার্ড ফ্লাইটে অরুণাচলের মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালে অংশ নিতে পৌঁছে গেলেন সলমন।




সেখানে তিনি রিজিজু ও প্রেমা খান্ডুর সঙ্গে সাইকেল চালানোর মজা উপভোগ করলেন। নীল রঙের শার্টের ওপর অরুণাচলের ঐতিহ্যবাহী পোশায় মোনপা জ্যাকেট পরেছিলেন। সলমন অরুণাচলের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। প্রায় ১০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যান সলমন। এর ভিডিও সামনে এসেছে।
‘রেস ৩’ সিনেমায় শেষবার পর্দায় দেখা গিয়েছিল সলমনকে।

ফেস্টিভ্যালের প্রথম দিনের ছবি ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রিজিজু। অরুণাচলে অ্যাডভেঞ্চার পর্যটনের প্রচারের জন্য তিনি সলমনের প্রশংসাও করেছেন।