সেখানে তিনি রিজিজু ও প্রেমা খান্ডুর সঙ্গে সাইকেল চালানোর মজা উপভোগ করলেন। নীল রঙের শার্টের ওপর অরুণাচলের ঐতিহ্যবাহী পোশায় মোনপা জ্যাকেট পরেছিলেন। সলমন অরুণাচলের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। প্রায় ১০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যান সলমন। এর ভিডিও সামনে এসেছে।
‘রেস ৩’ সিনেমায় শেষবার পর্দায় দেখা গিয়েছিল সলমনকে।
ফেস্টিভ্যালের প্রথম দিনের ছবি ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রিজিজু। অরুণাচলে অ্যাডভেঞ্চার পর্যটনের প্রচারের জন্য তিনি সলমনের প্রশংসাও করেছেন।