মেলবোর্ন: এবারের অস্ট্রেলিয়া সফরে বৃষ্টি পিছু ছাড়ছে না ভারতীয় দলের। প্রথম টি-২০ ম্যাচে বৃষ্টির জন্য ৩ ওভার কম খেলা হয়। ডাকওয়ার্থ লুইস নিয়মে ৪ রানে হেরে যায় ভারত। আজ বৃষ্টির জন্য দ্বিতীয় টি-২০ ম্যাচ পরিত্যক্তই হয়ে গেল। ভারতীয় দল সুবিধাজনক জায়গায় ছিল। কিন্তু জয়ের পথে বাধা হয়ে দাঁড়াল আবহাওয়া। ফলে ভারতীয় দলের টি-২০ সিরিজ জয়ের আশা শেষ হয়ে গেল। তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে পারে ভারত।


আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথম ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে ভারতীয় দল অপরিবর্তিত রাখা হয়। অন্যদিকে, দলে একটি পরিবর্তন করে অস্ট্রেলিয়া। বিলি স্ট্যানলেকের জায়গায় প্রথম একাদশে আসেন নাথাল কুল্টার-নাইল। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করে অস্ট্রেলিয়া। ভুবনেশ্বর কুমার ও খলিল আহমেদ দু’টি করে এবং জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও ক্রুনাল পাণ্ড্য একটি করে উইকেট নেন।


বৃষ্টির জন্য প্রথমে ১৯ ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতের টার্গেট হয় ১৩৭। কিন্তু ফের বৃষ্টি নামায় ১১ ওভারে ৯০ এবং পরে ৫ ওভারে ৪৬ টার্গেট হয় ভারতের। তবে শেষপর্যন্ত বৃষ্টি না থামায় খেলা পরিত্যক্ত হয়ে যায়। সিডনিতে রবিবার তৃতীয় টি-২০ ম্যাচ।