সোমবার আবার এই সিরিয়াল নিয়ে নতুন একটি গুজব ছড়ায়। প্রবীণ অভিনেতা অরবিন্দ ত্রিবেদী, যিনি রামায়ণ রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি নাকি মারা গিয়েছেন।
সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চা শুরু হয়ে যায়। খবরটা কি সত্যি? প্রশ্ন করেন নেটিজেনরা।
দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে রাবণ চরিত্রের অভিনেতার মৃত্যু সংবাদ। যদিও খুব শিগগিরিই এই খবর ভুয়ো প্রমাণিত হয়।
অরবিন্দ ত্রিবেদী নিজেই ট্যুইট করে বলেন, ‘প্রিয়জনেরা, লঙ্কেশ একদম ঠিক আছেন আর সুরক্ষিতও আছেন। অনুরোধ করব, গুজব ছড়ানো বন্ধ করুন, কৃপা করে ওনার ভাল থাকার খবর প্রচার করুন।’
তাঁর ভাইপো কৌস্তুভ বি ত্রিবেদীও কাকার কুশলের কথা সকলকে জানান সোশ্যাল মিডিয়ায়।
লঙ্কাধিপতি রাবণের ভূমিকায় সকলের মন জিতে নিয়েছিলেন অরবিন্দ ত্রিবেদী। তাঁর অভিনীত একটি দৃশ্যাংশও নেটে ভাইরাল হয়।
তিনি বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনেরও চেয়ারম্যান।