নয়াদিল্লি: ধর্ষণ কি সমাজে স্বাভাবিক হয়ে গেল নাকি? দিল্লি গণধর্ষণে কদিন আগে মৃত্য়ুদণ্ড দেওয়া হলেও এক শ্রেণির মানুষের দেখা যাচ্ছে, এখনও হেলদোল নেই। বছর ১৭-র কয়েকটি কিশোরের চ্যাট ফাঁস হয়েছে। অভিযোগ, তাতে দেখা যাচ্ছে, অবলীলায় মেয়েদের গণধর্ষণের ব্যাপারে আলোচনা করছে তারা। নাবালকদের বিকৃত ছবি শেয়ার করা নিয়েও কথা হচ্ছে।

এক টুইটার ব্যবহারকারী ওই স্ন্যাপচ্য়াট আলোচনার স্ক্রিনশট শেয়ার করেন। তাঁর দাবি, এই ছেলেরা সকলেই দিল্লির স্কুলে পড়ে। তিনি বলেছেন, ইনস্টাগ্রামে এই ছেলেদের একটি গ্রুপ আছে, নাম বয়েজ লকার রুম। সেখানে তারা অবলীলায় ধর্ষণ নিয়ে আলোচনা করে। অভিযোগকারিণীর দাবি, তিনি যে স্কুলে পড়েন, সেই স্কুলেই পড়ে ওই গ্রুপের ২ ছাত্র।


বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। রয়েছেন সাইবার ইনভেস্টিগেটরও। তিনি কয়েকটি ছেলের সন্ধান পেয়েছেন বলে জানা গিয়েছে।


এরপর থেকেই টুইটারে ট্রেন্ড করছে বয়েজলকাররুম হ্যাশট্যাগ। জনমতনির্বিশেষে সকলে এই আচরণের তীব্র নিন্দা করছেন।