মুম্বই : এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (NCB Zonal Director Sameer Wankhede )বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে এবার এসিপি মিলিন্দ খেতালে (ACP Milind Khetale)। মুম্বইয়ের চারটি থানায় ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
সমীর ওয়াংখেড়ে! নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা NCB’র জোনাল ডিরেক্টর! মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে গ্রেফতার করে সংবাদ শিরোনামে। বারবার বলিউডি তারকাদের জিজ্ঞাসাবাদ করেও, কার্যত সেলিব্রিটি হয়ে গেছেন তিনি। কিন্তু, সেই তদন্তকারীই এখন নানা প্রশ্নে বিদ্ধ! একের পর এক গুরুতর অভিযোগ উঠছে Indian revenue service বা IRS-এর এই অফিসারের বিরুদ্ধে! ফের প্রশ্নের মুখে NCB অফিসার সমীর ওয়াংখেড়ে। NCB-র জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ আগেই উঠেছে ! এবার উঠল, ভুয়ো তথ্য দিয়ে জাতিগত শংসাপত্র সংগ্রহের অভিযোগ! NCP নেতা ও মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী নবাব মালিকের দাবি, সমীর বিয়ের শংসাপত্রে এক নাম আর, সরকারি চাকরি পেতে আরেক নামে জাতিগত শংসাপত্র তৈরি করেছেন। বুধবার, সমীর ওয়াংখেড়ের বিয়ের এই ছবিটি পোস্ট করেন এনসিপি নেতা! সেখানে তিনি লেখেন, এক মিষ্টি দম্পতির ছবি। সমীর দাউদ ওয়াংখেড়ে এবং চিকিৎসক শাবানা কুরেশি। এরপরই বিস্ফোরক অভিযোগ করেন তিনি। নবাব মালিকের দাবি, সরকারি চাকরি পেতে জন্মগত শংসাপত্রে ভুয়ো তথ্য দিয়েছেন সমীর। এনসিপি নেতা আরও বলেন, এটা ধর্মের বিষয় নয়, সমীর ওয়াংখেড়ে ভুয়ো তথ্য দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে সরকারি চাকরি পাওয়া থেকে বঞ্চিত করেছেন। NCP নেতার তোলা অভিযোগ, ভিত্তিহীন বলে দাবি করেছে সমীর ওয়াংখেড়ের পরিবার। NCP নেতা, নবাব মালিকের বিরুদ্ধে থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও, সমীর ওয়াংখেড়ের প্রথম বিয়ে যে কাজি দিয়েছিলেন, তাঁর দাবিও, এই এনসিবি অফিসারের অস্বস্তি আরও বাড়বে। NCB’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। সোমবার মুম্বইতে, পাঁচ সদস্যের তদন্তকারী দলের সামনে হাজির হন NCB’র জোনাল ডিরেক্টর। সূত্রের খবর, ৫ সদস্যের তদন্তকারী দলের সামনে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সমীর ওয়াংখেড়ে। এদিকে, নবাব মালিককে বিরুদ্ধে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। মাদক-মামলায়, নবাব মালিক যেন আর কোনও মন্তব্য না করেন, এই নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।