মুম্বই: মাদককাণ্ডে শনিবার বলিউডের এক প্রযোজক ও আরিয়ান খানের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করল NCB। তার আগে এদিন প্রযোজকের বান্দ্রার অফিস ও বাড়িতে অভিযান চালান NCB আধিকারিকরা। সুশান্ত সিংহ মামলাতেও উঠে এসেছিল এই প্রযোজকের নাম।
এর আগে জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ান খানের। মাদককাণ্ডে আপাতত মুম্বইয়ের আর্থার রোড জেলেই বন্দি রয়েছেন শাহরুখ-পুত্র। এই মামলায় শনিবার, বলিউডের প্রযোজক ইমতিয়াজ খাতরি এবং আরিয়ান খানের গাড়ির চালক আর মিশ্রকে জিজ্ঞাসাবাদ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদিন সকালে মুম্বইয়ের বান্দ্রায় প্রযোজক ইমতিয়াজ খাতরির বাড়ি ও অফিসে অভিযান চালান NCB আধিকারিকরা।
NCB সূত্রে দাবি, মাদককাণ্ডে ধৃত অর্চিত কুমারকে জিজ্ঞাসাবাদ করে ইমতিয়াজ খাতরির নাম সামনে আসে। প্রসঙ্গত, সুশান্ত সিংহের মৃত্যুর ঘটনায় মাদকযোগের ক্ষেত্রেও উঠে এসেছিল এই ইমতিয়াজের নাম। আর বিলাসবহুল ক্রুজে মাদকাণ্ডের ঘটনাতেও তাঁর নাম সামনে আসায় এদিনই তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে NCB। শনিবারই আরিয়ান খানের গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করেন NCB আধিকারিকরা।
আরও পড়ুন, শাহরুখ পুত্রকে দেওয়া হচ্ছে জেল বন্দিদের জন্য নির্দিষ্ট সাধারণ খাবার
কিন্তু কেন এই জিজ্ঞাসাবাদ? প্রাথমিক তদন্তের পর NCB সূত্রের দাবি, আরবাজ মার্চেন্ট, প্রতীক গাবা এবং তৃতীয় একজন ব্যক্তি ঘটনার দিন শাহরুখ খানের বাংলো মন্নতে পৌঁছন। সেখান থেকে একটি গাড়িতে আরিয়ান খানকে সঙ্গে নিয়ে তাঁরা বেরিয়ে যান। শেষে সকলে পৌঁছন ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে।
সেই গাড়িই চালাচ্ছিলেন আর মিশ্র নামের এই চালক। এখন সে নিয়েই বিস্তারিত তথ্য জানতে আরিয়ান খানের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে আর্থার রোড জেলে রয়েছেন শাহরুখ-পুত্র। সূত্রের খবর, সেখানে তাঁর জন্য কোনও বিশেষ ব্যবস্থা নেই। সাধারণ বন্দিদের জন্য বরাদ্দ খাবারই তাঁকে খেতে হচ্ছে।