মুম্বই: দুর্নীতির অভিযোগে আরিয়ানের বিরুদ্ধে মাদক মামলায় তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত চলছে। তাঁর বিরুদ্ধে 'criminal misconduct and corrupt practices'-এর অভিযোগ উঠেছিল। 


১১ তারিখ সিবিআইয়ের তরফ থেকে সমীরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। আর সেখানেই অভিযোগ করা হয়েছে, সমীর আরও দুই অফিসারের সঙ্গে পরিকল্পনা করে আরিয়ানকে জেল থেকে ছাড়ার জন্য প্রচুর টাকা ঘুষ চেয়েছিলেন শাহরুখের পরিবারের থেকে। প্রথমে শোনা গিয়েছিল, এই অঙ্কটি ছিল ১৫ কোটি। পরবর্তীকালে জানা যায়, আরিয়ান খান (Aryaan Khan)-কে জেল থেকে ছাড়ার জন্য, ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে ও তাঁর দুই অফিসার। সমীরের দুই সঙ্গী পি কে গোসাভি ও প্রভাকর সাইলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, গোসাভি নিয়েছিলেন ৫০ লাখ টাকা ও ইতিমধ্যেই তা তিনি ফেরত দিয়েছেন। এই মামলায় অপর অভিযুক্ত প্রভাকর সাইলির মৃত্যু হয়েছে ২ বছর আগেই। 


আরিয়ান ছাড়া পাওয়ার পরেই সমীরকে মুম্বই থেকে বদলি করে দেওয়া হয়েছিল চেন্নাইতে। কিন্তু তারপরেও থামেনি বিতর্ক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আরিয়ানকে ছাড়ার জন্য ২৫ কোটি টাকা ঘুষ চান সমীর। শেষে রফা হয় ১৮ কোটিতে। তবে এই টাকা সমীর আদৌ খান পরিবারের কাছ থেকে নিতে পেরেছিলেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। 


২০২১ সালে একটি প্রমোদ তরণী থেকে গ্রেফতার হন আরিয়ান। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মাদক নেওয়ার। প্রথমে আটক ও পরবর্তীকালে গ্রেফতার করা হয় আরিয়ান ও তাঁর সঙ্গীদের। প্রায় ১ মাস জেলে ছিলেন আরিয়ান। অবশেষে জামিনে ছাড়া পান শাহরুখ পুত্র। ১ মাস জেলে থাকার পরে জামিনে ছাড়া পেয়েছিলেন শাহরুখ পুত্র। অভিযোগ, আরিয়ানের বিরুদ্ধে সঠিকভাবে তদন্তও করেননি সমীর। মানেননি সঠিক নিয়মও। তার আগেই শাহরুখের পরিবারের থেকে টাকা চেয়ে বসেছিলেন তিনি। যদিও আরিয়ানকে চার্জশিট পেশ করে তাঁকে নির্দোষ বলা হয়েছে।


অন্যদিকে এখন, নতুন পেশায় পা রেখেছেন আরিয়ান। একটি বাণিজ্যিক সংস্থা শুরু করেছেন আরিয়ান। গত ৩০ এপ্রিল আরিয়ান খান লঞ্চ করেছেন তাঁর লাক্সারি স্ট্রিটওয়্যার (Luxury Streetwear) ব্র্যান্ড, 'ডিয়্যাভল এক্স'। কালেকশন কেনার জন্য ওয়েবসাইটে লঞ্চ হতেই প্রথম নজর কাড়ে জামাকাপড়ের আকাশছোঁয়া দাম। কিন্তু তা সত্ত্বেও 'ডিয়্যাভল এক্স' (Dyavol.x) অনলাইনে মুক্তি পাওয়ার পরের মুহূর্তেই 'সোল্ড আউট' (Sold Out)।


আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার


আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম