মুম্বই: মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। জামিন পেলেও আজ জেলমুক্তির সম্ভাবনা কম আরিয়ানের। 


আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা তিন জনেরই জামিন মঞ্জুর করেছে আদালত। গত ৩ অক্টোবর ক্রুজ মাদককাণ্ডে তাঁদের গ্রেফতার করে এনসিবি। ২৫ দিন পর জামিন পেলেন শাহরুখ-পুত্র। গত ২১ দিন ধরে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান। তবে আদালতের নির্দেশনামা না পৌঁছনো পর্যন্ত জেলমুক্তির সম্ভাবনা কম। আগামীকাল বা পরশু জেল থেকে ছাড়া পেতে পারেন শাহরুখ-পুত্র।


'আমার দিদির ওপর পূর্ণ আস্থা ছিল। যা সঠিক তাইই হয়েছে,' সাংবাদিকদের বলেন মুনমুন ধামেচার ভাই। 


আরও খবর: Sooryavanshi Film Update: 'সূর্যবংশীর' অপেক্ষায় দর্শকরা, কবে মুক্তি পাবে অক্ষয়-ক্যাটরিনার রোম্যান্টিক গান 'মেরে ইয়ারা'?


অন্যদিকে নজরে এখন NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তাঁর বিরুদ্ধে উঠেছে ঘুষ চাওয়ার অভিযোগ। এবার তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর আশঙ্কা তাঁকে গ্রেফতার করতে পারে মুম্বই পুলিশ। অন্যদিকে বম্বে হাইকোর্টকে মুম্বই সরকারের আইনজীবী জানিয়েছেন যে, দুর্নীতি রোধ আইনে পদক্ষেপ নিতে হলে ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠানো হয়। গ্রেফতার করতে হলে, সমীর ওয়াংখেড়েকে ৭২ ঘণ্টা আগে সেই নোটিস পাঠানো হবে। ফলে বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট সমীর ওয়াংখেড়ের অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে।


সমীর ওয়াংখেড়েকে আড়ালে অনেকেই ডাকেন 'বলিউডের ত্রাস'। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জোনাল ডিরেক্টর এর আগেও বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিকে জরিমানা দিতে বাধ্য করেছিলেন। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার নারকোটিক্স অপারেশনের আগে কাজ করতেন শুল্ক ও পরিষেবা কর বিভাগে। 


আরও খবর: Aryan Khan Case : সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ! তদন্তে এই দুঁদে অফিসার


আরও খবর: Samir Wankhede: শাহরুখকেও ১.৫ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল সমীর ওয়াংখেড়ের জন্য, কেন জানেন?