কলকাতা: চিরকালই নিজের বুদ্ধিমত্তার জন্য প্রশংসা পেয়ে এসেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর সূক্ষ রসবোধ, চিরকালই মুগ্ধ করেছে মানুষকে। আর প্রথমবার মঞ্চে উঠে, আরিয়ান খানও যেন বুঝিয়ে দিলেন, তিনি শাহরুখ খানেরই যোগ্য পুত্র। নাহলে নিজের জীবনের কালো অধ্যায়কে এমন মজার মোড়কে কেই বা বলতে পারেন? যে অধ্যায় নিয়ে কথা তুললে মেজাজ হারিয়ে ফেলতে পারেন অনেকেই, সেই বিষয় নিয়েই শাহরুখ পুত্রের পরিচালিত সিরিজে শোনা গেল বিদ্রুপের সংলাপ।
পরিচালক হিসেবে বলিউডে পা রাখছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এর আগেও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। তবে এদিন মঞ্চে শাহরুখ পুত্রের পরিচালিত যে ঝলক দেখানো হল, তা দেখে অনেকেরই মনে পড়ে গেল আরিয়ান খানের সঙ্গে ঘটে যাওয়া ২০২১ সালের একটি ঘটনা। ২০২১ সালের ৩ অক্টোবর একটু ক্রুজ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান খানকে। মাদকযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তারকা পুত্রকে। ২৫ দিন সংশোধনাগারে থাকার পরে, জামিনে মুক্তি পান তিনি। তবে তাঁকে ঘিরে মামলা চলছিলই। ২০২২ সালের মেয়ে মাসে সমস্তরকম মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন আরিয়ান। আর তাঁর পরিচালিত ওয়েব সিরিজের সংলাপে এবার যেন সেই ঘটনারই ছোঁয়া।
সিরিজের ঝলকে দেখা যাচ্ছে, সংশোধনাগার থেকে বেরিয়ে আসছেন সিরিজের অভিনেতা লক্ষ্য। তাঁকে দেখে এক পুলিশকর্মী বলেন, 'চিন্তা কোরো না। ভিতরে থাকলে লোকজন আরও বেশি বিখ্যাত হয়ে যায়।' এই সংলাপ সিরিজে রেখেই কি আরিয়ান বিঁধলেন এনসিবি-কে। যে মামলায় আরিয়ানকে গ্রেফতার করা হয়েছিল, শেষমেষ আরিয়ানের কাছে মাদক মেলেনি, তিনি যে মাদক রেখেছিলেন, এমন কোনও প্রমাণ ও মেলেনি। তবে কেন ২৫দিন সংশোধনাগারে থাকতে হয়েছিল আরিয়ানকে? সেই উত্তর নেই কারও কাছেই।
আরিয়ানের নতুন সিরিজটি প্রযোজনা করছেন, গৌরী খান। সেই কারণে এদিন ৩ জনেই উপস্থিত ছিলেন মঞ্চে। ৩ জনের পরণেই কালো পোশাক। শাহরুখ চিরকালই সুবক্তা, নিজের রসবোধের জন্য বিখ্যাত। আর আরিয়ান এদিন প্রথমবার মঞ্চে পা রেখেও যেন মনে করালেন সেই শাহরুখ খানকেই। এদিন আরিয়ান বলেন, 'আমি এই প্রথমবার আপনাদের সবার সামনে মঞ্চে আসছি। আমি ভীষণ নার্ভাস। ২ দিন আর ৩ রাত ধরে আমি বার বার এই বক্তৃতাটা অনুশীলন করে যাচ্ছি। আমি এতটাই নার্ভাস যে আমি টেলিপ্রম্পটারেও বক্তৃতাটা লিখিয়ে দিয়েছি। তারপরেও, যদি এখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই আমি বক্তৃতাটা কাগজে লিখে নিয়ে এসেছি। সঙ্গে একটা চর্ট ও নিয়ে এসেছি। আর তারপরেও যদি আমার কিছু ভুল হয়, তাহলে বাবা রয়েছে তো!' এখানেই দেখা যায়, মঞ্চে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান। তাঁর পিঠে একটি কাগজে লেখা রয়েছে বক্তৃতাটা। দর্শকাসন উচ্ছ্বাসে ফেটে পড়ে এই মজার দৃশ্য দেখে।