নয়াদিল্লি: ফাঁকা সময় পেলেই ট্যুইটারে (Twitter) হাজির হন বলিউডের বাদশাহ (Bollywood Badshah)। ফ্যানেদের সঙ্গে মেতে ওঠেন আলাপচারিতায়। যার পোশাকি নাম 'আস্ক এসআরকে' (#AskSRK)। আজও তেমনই একদিন। সেখানেই আজ অনুরাগীদের মাঝে শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রশ্ন করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সোশ্যাল মিডিয়ায় তাঁদের মিষ্টি কথোপকথন ভাইরাল নিমেষে।


ট্যুইটারে শাহরুখ-আলিয়া কথোপকথন


বুধবার অনুরাগীদের সঙ্গে ট্যুইটারে কথাবার্তা চালাচ্ছিলেন কিং খান। সেখানে 'আস্ক এসআরকে' ট্যাগে ট্যুইট করেন আলিয়া ভট্ট। আসলে ওই প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী জিজ্ঞেস করেন 'আলিয়া আপনাকে কেন এসআর বলে ডাকেন?' তাঁর উত্তরে আলিয়া যা বললেন তা তো ভাইরাল হলই, উল্টে কিং খানের থেকেও নয়া নাম পেলেন সদ্য মা হওয়া অভিনেত্রী।


ফ্যানের ট্যুইটের উত্তের অভিনেতা লেখেন, 'মানে হতে পারে স্যুইট (মিষ্টি) ও রোম্যান্টিক বা হয়তো সিনিয়র ও রেসপেক্টেড (সম্মানীয়) বা হয়তো শুধুই শাহরুখ।' এর উত্তরে আলিয়া ট্যুইটারেই লেখেন এই 'এসআর' নামের মানে কী। তিনি বলেন, 'এর মানে অনেকটা স্যুইট অ্যান্ড রেসপেক্টেড। কিন্তু ২৫ জানুয়ারি থেকে আমি এই নাম বদলে তোমাকে পাঠান বলে ডাকব। আমি কী ক্রিয়েটিভ না?'


 






আলিয়া ভট্টের এই মিষ্টি উত্তর দেখে উচ্ছ্বসিত নেটদুনিয়া। একইসঙ্গে প্রিয় আলিয়ার ট্যুইটেরও জবাব দিলেন তাঁর 'এসআর'। শাহরুখ খান অভিনেত্রীর ট্যুইটের উত্তরে লেখেন, 'একদম। এবং আমি এখন থেকে তোমাকে পুঁচকে আম্মা ভট্ট কপূর বলে ডাকব!'


শাহরুখ খান ও আলিয়া ভট্টের মিষ্টি সম্পর্কের কথা সকল অনুরাগীদেরই জানা। তাঁদের সাম্প্রতিক একসঙ্গে কাজ 'ডার্লিংস', যেটি আলিয়ার প্রযোজনা সংস্থার প্রথম প্রজেক্টও বটে। এবার তাঁদের মিষ্টি কথোপকথন সম্পর্কের গভীরতা আনল প্রকাশ্যে।


আরও পড়ুন: Rishabh Pant Health: ও লড়াকু ছেলে, দ্রুত সুস্থ হয়ে যাবে, পন্থের জন্য প্রার্থনা বাদশার


প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ, 'পাঠান' ছবির হাত ধরে। কিন্তু তা নিয়ে বিতর্কও ইতিমধ্যেই চরমে। একাধিক জায়গা থেকে এই ছবি বয়কটেরও ডাক উঠেছে। তবে ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না বলিউডের বাদশাহ। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। ট্যুইটের কথোপকথনে সেই ছবির প্রচারে খানিক হাত লাগালেন খানের প্রিয় 'আম্মা'ও।