মুম্বই : বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খানের (Aryan Khan) মাদককাণ্ডে গ্রেফতারির পর থেকে বলিউডের বেশ কিছু তারকাকে সমর্থন করতে দেখা গিয়েছে। আরিয়ানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে হৃত্বিক রোশন, সুজান খান, স্বরা ভাস্কর, রবিনা ট্যান্ডনদের মতো তারকাকে। একইরকমভাবে এই ঘটনায় চুপ থাকতেও দেখা গিয়েছে বহু তারকাকে।


আরও পড়ুন - Aryan Khan Gets Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হতেই কড়া প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার


আরিয়ান খানের গ্রেফতারিতে শুধু বলিউডেই নয়, চাপানউতোর দেখা গিয়েছে রাজনীতির ময়দানেও। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনার ডিরেক্টর সমীর ওয়ারখেড়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন এনসিপির নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছিলেন, প্রমোদতরী কর্ডেলিয়ার পার্টিতে উপস্থিত ছিল এক মাদক মাফিয়া। আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে তার যোগাযোগও রয়েছে। কিন্তু সে এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ের বন্ধু। তাই সেদিন প্রমোদতরীর রেভ পার্টি থেকে ওই মাদক মাফিয়াকে গ্রেফতার না করে আরিয়ান খান-সহ ৮জনকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এমন বিস্ফোরক অভিযোগ তুলে এনসিবি অফিসারের বিরুদ্ধে তোপ দাগেন নবাব মালিক। 


আরও পড়ুন - Aryan Khan Case: আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার খবরে কী প্রতিক্রিয়া মাধবন থেকে সোনু সুদের?


আরও পড়ুন - Mumbai Drug Cruise Case: মাদক মামলায় গ্রেফতারি থেকে জামিন, এক ঝলকে আরিয়ান খানের গত ২৬টা দিন


নিম্ন আদালতে বারংবার আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন বম্বে হাইকোর্টে। অবশেষে স্বস্তি দিয়ে আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। শাহরুখ খানের ছেলের জামিনের খবরে বলিউড সুপারস্টারের ডায়লগ দিয়েই প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী নবাব মালিক। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, 'পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত'। প্রসঙ্গত, শুধু আরিয়ান খানই নন, এদিন জামিন মঞ্জুর হয়েছে তাঁর সঙ্গে গ্রেফতার হওয়া আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও।