কলকাতা: ২০১৫ সাল। মুক্তি পেয়েছিল অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) পরিচালিত 'ওপেন টি বায়োস্কোপ' (Open Tee Bioscope)। একঝাঁক খুদে অভিনেতার বন্ধুত্বের গল্প। যা আজও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন বাঙালি দর্শক। ছবির ৮ বছর পূর্তিতে নস্ট্যালজিক ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee), ঋদ্ধি সেন (Riddhi Sen)। 


'ওপেন টি বায়োস্কোপ'-এর আটে পা


ছবির পোস্টারে একের পিঠে এক এক করে চার বন্ধু। ঋতব্রত মুখোপাধ্যায়, রাজর্ষি নাগ (Rajarshi Nag), ঋদ্ধি সেন ও ধী মজুমদার (Dhee Majumdar)। আর ইনসেটে ছবির খুদে নায়িকা, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)। এখন তাঁরা প্রত্যেকেই একেক জন প্রতিষ্ঠিত শিল্পী। কিন্তু তাঁরা যে এখনও সেই 'বন্ধু বাইলেন'-এর বাসিন্দা। 


১৬ জানুয়ারি, ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। অভিনেতা ঋদ্ধি সেন একগুচ্ছ ছবি পোস্ট করেন এদিন। ৮ বছর আগের ছবির সঙ্গে এখনের ছবির কোলাজ পাঁচ জনেরই। ক্যাপশনে পরিচালকের কাছে মিষ্টি আবদার। ছবির 'সিক্যোয়েল' তৈরি করা যায় কি? অনিন্দ্য চট্টোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন অভিনেতা। ক্যাপশনে পরিচালকের উদ্দেশে খোলা চিঠি ঋদ্ধির, লেখেন, 'বলছি অনিন্দ্য দা, আজকে ওপেন টি বায়োস্কোপের আট বছর হল, তাহলে একটা sequel হোক? নাম হতে পারে তোমার ওপেন টি বায়োস্কোপের ভাবা প্রথম নামটা, কারণ আমাদের পাঁচজনের ঠিকানা এখনও তোমার রাখা সেই প্রথম নামটাতে, আমরা এখনও ওখানেই থাকি, -“বন্ধু বাইলেনে”। কাস্টিংয়ের জন্য ছবি জমা দিলাম , আট বছর পর।' ঋদ্ধির পোস্টে সায় দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ছবিতে তিনি ঋদ্ধির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সুদীপ্তা লেখেন, 'আমিও ছবি জমা করব'। অর্থাৎ 'সিক্যোয়েল'-এ যেন তাঁকেও নেওয়া হয়। 


 






অন্যদিকে ঋতব্রত লেখেন, 'পাগলামি, দুষ্টুমি, বন্ধুত্ব। ৮ বছর অনেকটা সময়? ধন্যবাদ অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুজিত সরকার এবং গোটা ওটিবি পরিবার। ভালবাসা ও কৃতজ্ঞতা।'


 






প্রসঙ্গত, গত বছরেও একইভাবে তাঁদের প্রিয় ছবির বর্ষপূর্তিতে পোস্ট করেছিলেন ঋতব্রত ও ঋদ্ধি। ছবিতে অন্যান্য চরিত্রে দেখা গিয়েছিল কৌশিক সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখকে।