মুম্বই: আগামী ২০ এপ্রিল ৯ বছরের বিবাহবার্ষিকী অভিষেক বচ্চন-ঐশ্বর্যা রাই বচ্চনের। জুনিয়র বচ্চনের কাছে তাঁর এক ভক্ত জানতে চান, দীর্ঘ ন বছরের বিবাহিত জীবনে ঐশ্বর্যার কোন চারিত্রিক গুণ তাঁকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? দ্বিতীয়বার না ভেবে অভিষেকের জবাব, ঐশ্বর্যা তাঁর আশেপাশে উপস্থিত মানুষদের খুব সহজেই আপন করে নিতে পারেন। তাঁদেরকে নিজের ভালবাসার বন্ধনে জড়িয়ে ফেলতে পারেন।

রিয়েল লাইফ এই জুটি একসঙ্গে ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘কুচ না কহো’, ‘রাবন’, ‘গুরু’ ছবিতে অভিনয় করেছেন। আগামীদিনেও ঐশ্বর্যার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন অভিষেক।