আশা ভোঁসলের তাঁর বায়োপিকের জন্যে পছন্দ প্রিয়ঙ্কা চোপড়াকে
Web Desk, ABP Ananda | 09 Sep 2016 11:40 AM (IST)
মুম্বই: কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবন নিয়ে পর্দায় যদি বায়োপিক তৈরি হয়, তাহলে তার জন্যে গায়িকার পছন্দ প্রিয়ঙ্কা চোপড়া। আশাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, পর্দায় তাঁর চরিত্র কোন অভিনেত্রী সবচেয়ে ভাল ফুটিয়ে তুলতে পারবেন? তখন তিনি প্রিয়ঙ্কার কথা জানান, কারণ পিগি চপস সুন্দর গানও গাইতে পারেন। আশা মনে করেন একজন গাইকা আর একজনের উপলব্ধি, অনুভূতিগুলো বেশি ভাল করে বোঝেন। তাই তাঁর মনে হয় প্রিয়ঙ্কাই তাঁর চরিত্রের জন্যে সবচেয়ে বেশি উপযুক্ত। বৃহস্পতিবার সন্ধেয় আশার জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি বলেন, শুধু তাঁর নয়, সুরকার ও তাঁর স্বামী রাহুল দেববর্মনের জীবন নিয়েও বায়োপিক তৈরি হওয়া উচিত্। কারণ, তাহলেই তাঁর সৃষ্টিগুলো ফের আবার ফিরে আসবে বর্তমান যুগে, নতুন প্রজন্মের মানুষের কাছে। আশা মনে করেন, রাহুল দেব বর্মন যে গানগুলোয় সুর দিয়েছিলেন, সেগুলো সময়ের চেয়ে প্রায় ৪০-৫০ বছর এগিয়ে। কিন্তু আজও তাঁর সৃষ্টিগুলো ভীষণ ভাবেই প্রাসঙ্গিক, মন্তব্য আশার। এদিকে আশা তাঁর নিজের আত্মজীবনী লেখাও শেষ করে ফেলেছেন। খুব শীঘ্রই আত্মজীবনী প্রকাশের দিনও ঘোষণা করবেন গায়িকা।