মুম্বই: মাস কয়েক আগেই প্রয়াত হন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। প্রায় এক মাস অসুস্থ থাকার পর অসংখ্য অনুরাগীদের মনে দুঃখ দিয়ে সুরলোকে গমন করেন তিনি। লতা মঙ্গেশকরের প্রয়াণে আজও মন ভারাক্রান্ত অনুরাগীদের। সম্প্রতি 'নাম রেহ যায়েগা'র সাম্প্রতিক এপিসোডের যে ভিডিও প্রকাশ হয়েছে নেট দুনিয়ায়, সেখানে লতা মঙ্গেশকরকে নিয়ে নানা স্মৃতিচারণা করেছেন আশা ভোঁসলে (Asha Bhosle)। আর আশার স্মৃতিচারণায় চোখ ভিজছে নেট দুনিয়ার।


লতাকে নিয়ে আশার স্মৃতিচারণা-


'নাম রেহ যায়েগা'র আগামী এপিসোডে দিদি লতাকে নিয়ে স্মৃতিচারণা করতে দেখা যাবে আশা ভোঁসলেকে। তারই কিছু অংশ শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে আশা ভোঁসলে বলছেন, 'আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে দিদি আর নেই। আমি এখনও ভাবি, যেকোনও সময়ে দিদি ফোন করবেন। আর বললেন, 'আশা, কেমন আছিস রে তুই'? আশা ভোঁসলের এই কথাতেই যেন অসংখ্য অনুরাগীর মনের বেদনা আরও জেগে উঠল। কমেন্টে তেমনই আবেগ প্রকাশ করেছেন তাঁরা।


আশা ভোঁসলে আরও বলছেন, 'লতা দি কোথাও পড়েছিলেন যে, যদি কেউ তাঁর বাবা-মায়ের পা ধুয়ে সেই জল খায়, তাহলে জীবনে অনেক সাফল্য আসে। তাই তারপর থেকে দিদি আমাকে জল নিয়ে আসতে বলতেন। তিনি নিজে একটা প্লেট নিয়ে আসতেন। বাবা-মায়ের চরণ ধুতেন সেই জলে আর আমাদের বলতেন সেই জল খেতে। একেবারে চরণামৃতের মতো। তিনি বিশ্বাস করতেন যে, ওই জল পান করলেই আমরা আমাদের জীবনে সাফল্য পাব। আমিও মনে করি, দিদির ওই কাজ আমাদের জীবনে কতটা উপকার করেছে।'


আরও পড়ুন - Bolly Celebs Updates: চিনতে পারছেন দুই খুদেকে? এরা আজকের জনপ্রিয় বলি তারকা


তিনি বলছেন, 'দিদি ৮০ টাকা রোজগার করতেন। আর সেই টাকাতে আমাদের সংসার চলত। আমরা পাঁচজন ছিলাম। আমাদের বাড়িতে অতিথিদের আসার জন্যও টাকা রাখতে হত। কিন্তু দিদি কাউকে সেই কথা বলতেন না। স্বল্প জিনিসকেই ভাগ করে নেওয়ায় বিশ্বাস করতেন তিনি। একটা সময় ছিল যখন আমরা মুড়ি কিনে আনতাম ২ আনার। চায়ের সঙ্গে সেই মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়তাম। আমাদের কোনও অভিযোগ ছিল না। আমরা ওই জীবনেই খুব খুশি ছিলাম।'