সৌভিক মজুমদার, কলকাতা: দীর্ঘ এক দশকের লড়াই, শেষ পর্যন্ত সিবিআই (CBI) তদন্তে নির্দেশ বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের মামলায়। আজ, বৃহস্পতিবার ওই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের।
এদিন রায় ঘোষণার পরেই শাসক দলের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত (Pratima Dutta)।
পরিবারের বক্তব্য:
এ দিন তিনি বলেন, 'প্রশাসনের মুখে একটা থাপ্পড় মারতে পেরেছি। আমি খুশি। তারা দিনের পর দিন সাধারণ মানুষের পয়সা খরচ করে এমন তদন্ত করেছে। তারা আমার পয়সা খরচ করেছে। সেই ক্ষতিপূরণ কে দেবে আমায়?' প্রতিমা দত্ত আরও বলেন, 'সিআইডির যাঁরা অফিসার আছেন, তাঁরা মানসিক শান্তিতে নেই। তাঁদের যেভাবে কাজ করানো হয় তাঁরা শান্তিতে নেই। সেই কারণেই আমি সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলাম। আমি দেখেছি, যিনি আইও ছিলেন, তাঁর ডিমোশন হয়েছিল। তারপরেই আমি সিবিআই তদন্তের আবেদন জানাই।' সিবিআইয়ের প্রতি তাঁর আস্থা রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
কোন ঘটনায় নির্দেশ:
২০১১ সালে বালিতে খুন হন তৃণমূল নেতা তপন দত্ত। সেই ঘটনায় অভিযুক্তদের তালিকায় ছিল একাধিক নাম। অভিযোগের আঙুল উঠেছে জেলা তৃণমূলের প্রথম সারির নেতার দিকেও। জলাভূমি ভরাটের প্রতিবাদ করায়, ২০১১ সালের ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। প্রথমে বালি থানার পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। দীর্ঘদিন ধরে তদন্ত চলে। কিন্তু সেই তদন্তে সন্তুষ্ট হয়নি তপন দত্তর পরিবার। খুনের ঘটনার ১১-১২ বছর পরে ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এরপর থেকে বিচারপর্ব চালিয়ে যাবে সিবিআই। যেখানে নতুন করে তদন্ত করা প্রয়োজন, সেখানে সিবিআই নতুন করে তদন্ত করতে পারবে বলেও রায়ে জানানো হয়েছে।
আরও পড়ুন: ১১ বছর পর, বালির তৃণমূল নেতা খুনে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের