শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিড়ে আটকে পড়েছিলেন, সাহায্য করায় স্মৃতি ইরানিকে ধন্যবাদ আশা ভোঁসলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 May 2019 05:30 PM (IST)
গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ভিড়ের মধ্যে আটকে পড়েছিলেন জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। সেই অবস্থায় তাঁকে সাহায্য করতে ছুটে আসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এজন্য স্মৃতিকে ধন্যবাদ জানিয়েছেন আশা ভোঁসলে।
নয়াদিল্লি: গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ভিড়ের মধ্যে আটকে পড়েছিলেন জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। সেই অবস্থায় তাঁকে সাহায্য করতে ছুটে আসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এজন্য স্মৃতিকে ধন্যবাদ জানিয়েছেন আশা ভোঁসলে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন আশা। তিনি ইরানির সঙ্গে নিজের একটি ছবি ট্যুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের পর ভিড়ে আটকে পড়েছিলাম। তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন স্মৃতি ইরানি। তিনি আমার অবস্থা দেখে আমার নিরাপদে বাড়িতে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি খেয়াল রাখেন এবং এজন্যই জিতেছেন’। গতকাল রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় শিল্প, সিনেমা, রাজনীতি ও ক্রীড়া জগতের পরিচিত ব্যক্তিত্বরা অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।