লন্ডন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি যে শুধু ব্যাট আর বল হাতে ইংল্যান্ডের জয়ের নায়ক তাই নয়, ফিল্ডিংয়েও নজর কাড়লেন বেন স্টোকস। আদিল রশিদের বলে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ফেরালেন দক্ষিণ আফ্রিকার আন্দিল ফেলুকায়োকে। যে ক্যাচ দেখে বিশেষজ্ঞরা মন্ত্রমুগ্ধ।


ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ১৮০/৬। রশিদের বলে স্লগ সুইপ করে মিড উইকেট গ্যালারিতে ফেলতে গিয়েছিলেন ফেলুকায়ো। সেখানে ফিল্ডিং করছিলেন স্টোকস। তাঁর মাথার অনেক ওপর দিয়ে দুরন্ত গতিতে উড়ে যাচ্ছিল বল। ক্ষিপ্রতার সঙ্গে শরীর শূন্যে ছুড়ে ডানহাতে বলটিকে তালুবন্দি করেন স্টোকস।



ক্যাচটি দেখে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে উচ্ছ্বাস প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেন, 'অবিশ্বাস্য ক্যাচ। বিশ্বাস করার জন্য ভাল করে দেখতে হবে। এত তাড়াতাড়ি ঘটনাটি ঘটে গেল। দীর্ঘদিন এরকম ক্যাচ দেখিনি।'

যদিও স্টোকস নিজে এটাকে তাঁর কেরিয়ারের সেরা ক্যাচ মানতে নারাজ। বলেছেন, '২০১৫ সালের অ্যাশেজ সিরিজে গালিতে দাঁড়িয়ে অ্যাডাম ভোগসকে যে ক্যাচে ফিরিয়েছিলাম, সেটাই এগিয়ে থাকবে।' যোগ করেছেন, 'ক্যাচটা আমি ঠিক জায়গায় থাকলে রুটিন ক্যাচ হতো। তবে আমি ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম বলে বাড়তি পরিশ্রম করতে হল।'