Big Boss 18: সলমন খানের শো 'বিগ বস'-এ কোটিপতি ব্যবসায়ী অশনীর গ্রোভারের উপস্থিতিকে ঘিরে তুমুল শোরগোল চলছে নেটমাধ্যমে। অশনীরের (Ashneer Grover) বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছিল এবং প্রকাশ্য মঞ্চেই সলমন তাঁকে সমঝে দেন। সেই ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। এর আগে অশনীর গ্রোভার কয়েকটি পডকাস্টে এবং মঞ্চে সলমন খানকে (Salman Khan) দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করানো নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছিলেন আর এবার বিগ বসের মঞ্চে সেই মিথ্যাচার নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন সলমন। এবার বিগ বস (Big Boss 18) থেকে ফিরে লিঙ্কড ইনে বড় সাফাই দেন তিনি।
২০২১ সালে শার্ক ট্যাঙ্ক সিরিজে বিচারকের আসনে ছিলেন অশনীর গ্রোভার এবং সেখান থেকেই তাঁর মুখে খুব জনপ্রিয় শব্দ হয়ে ওঠে 'দোগলাপন' যার অর্থ দ্বিচারিতা। বিগ বসের মঞ্চে সলমন অশনীরকে সরাসরি প্রশ্ন করেন যে তিনি অশনীরকে বলতে শুনেছেন যে সলমনকে দিয়ে এত কোটি টাকায় চুক্তি করিয়েছিলেন এবং সেই টাকার অঙ্কও ছিল মিথ্যে। এই দ্বিচারিতা কেন করেন অশনীর ? এই প্রশ্নে স্বভাবতই হকচকিয়ে যান তিনি।
'বিগ বস' থেকে ফিরে লিঙ্কড ইনে একটি দীর্ঘ পোস্টে অশনীর লেখেন, 'বিগ বিসের উইকেন্ড কা বার পর্বটি আশা করি সকলের খুব ভাল লেগেছে। আমিও খুব মজা পেয়েছি। আমি নিশ্চিত এই নির্দিষ্ট পর্বটি প্রভূত টিআরপি পেয়েছে। কিন্তু তারপরেও এই কথাগুলি চরম সত্য... সলমন একজন অত্যন্ত দক্ষ এবং অসাধারণ মাপের সঞ্চালক, বিগ বসে কী চলে তা ভাল জানেন তিনি। নিজের ইমেজ ও ব্যবসা নিয়েও সলমনের ভাল জ্ঞান রয়েছে, তাঁকে ছোট করে কখনও কোনো কিছু আমি বলিনি জ্ঞানত। আমার যে টাকায় চুক্তি হয়েছিল, সেই অঙ্কটি সম্পূর্ণ সত্য (অডিটর এবং ব্যাঙ্ক এতে সম্মতি জানিয়েছে)।'
এছাড়াও তিনি বলেন, '২০১৯ সালে আমি জুহুর জে ডব্লিউ ম্যারিয়টে সলমন খানের সঙ্গে ৩ ঘণ্টার একটি সাক্ষাৎ করেছিলাম ব্র্যান্ড কোল্যাব নিয়ে, সেই বিজ্ঞাপনের পরিচালকও আমার সঙ্গে ছিলেন, সলমন রোজ এত মানুষের সঙ্গে দেখা করেন তিনি হয়ত ভুলে গিয়েছেন আমার সঙ্গে সাক্ষাতের কথা। আমি তখন অত বড় কেউ ছিলাম না।' শেষে সলমনকে ধন্যবাদও জ্ঞাপন করেন অশনীর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।