মানসিক অবসাদের জের? মুম্বইয়ে হাইরাইজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা উঠতি অভিনেত্রীর
Web Desk, ABP Ananda | 30 Aug 2019 05:10 PM (IST)
একটি সূত্রের খবর, ওই অভিনেত্রী বলিউডে ব্রেক পাওয়ার জন্য লড়াই চালাচ্ছিলেন। কিন্তু শিঁকে না ছেঁড়ায় হতাশায় ডুবে গিয়েছিলেন।
ছবি-পার্ল পঞ্জাবীর ফেসবুক পেজ
মুম্বই: মানসিক অবসাদ, হতাশার চাপে আত্মহত্যা বলিউডের উঠতি অভিনেত্রীর? ২৫ বছর বয়সি পার্ল পাঞ্জাবী নামে ওই অভিনেত্রী শুক্রবার ভোরে ওশিওয়াড়া শহরতলির লোখন্ডওয়ালা কমপ্লেক্সের কেনউড অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সেখানেই তিনি থাকতেন। তাঁকে গুরুতর জখম অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে সেখানে ঘোষণা করা হয়, জানিয়েছেন এক পুলিশকর্তা। আরও এক পুলিশ অফিসার জানিয়েছেন, গত কয়েক মাস ধরে পাঞ্জাবী মানসিক অবসাদ, য্ন্ত্রণায় কাটাচ্ছিলেন, যার জেরে হয়ত চরম পদক্ষেপ করেছেন। যদিও সঠিক কারণ স্পষ্ট নয়। ওশিওয়াড়া পুলিশ তদন্ত শুরু করেছে। ওশিওয়াড়া থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অভিনেত্রীর পরিবারের এক সদস্য সংবাদ সংস্থাকে বলেছেন, অবসাদে ভুগছিলেন পার্ল। আমরা চাইছি, গোপনীয়তা রক্ষার অধিকার সম্মান করে পরিবারটিকে ওর জন্য শোক পালন করতে যেন দেওয়া হয়। একটি সূত্রের খবর, ওই অভিনেত্রী বলিউডে ব্রেক পাওয়ার জন্য লড়াই চালাচ্ছিলেন। কিন্তু শিঁকে না ছেঁড়ায় হতাশায় ডুবে গিয়েছিলেন। এ নিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে যখন তখন রেগে যেতেন, মায়ের সঙ্গে মাঝেমধ্যেই ঝগড়াঝাটি হত তাঁর। এর আগেও নাকি দুবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু ভেস্তে যায় তা।