নয়াদিল্লি: মধুচক্রে ফাঁসিয়ে পুরুষদের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগে দিল্লির রোহিণী থেকে ৬ মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ভিডিও ও ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁরা লাখ লাখ টাকা কামাতেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি তাদের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, এমনই এক মহিলার সঙ্গে তাঁর গত ২-৩ মাস ধরে সম্পর্ক ছিল। গত মঙ্গলবার অভিযোগকারী  ওই মহিলার সঙ্গে দেখা করতে রোহিণী সেক্টর ২-র ৬ নম্বর পকেটে যান। সেখানে তাঁর সঙ্গে আরও ২ মহিলার দেখা হয়। পূর্বপরিচিত মহিলা তাঁদের একজনকে বলেন ওই ব্যক্তিকে ঘরে নিয়ে যেতে। কিছুক্ষণ পর দরজায় ধাক্কা পরায় দ্বিতীয় মহিলা দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে ভেতরে ঢোকে ২ পুরুষ, ২ মহিলা ও ৩টি মেয়ে। তারা ওই ব্যক্তির নগ্ন ছবি ও ভিডিও তুলে নেয়। অভিযোগ, এরপর তারা হুমকি দেয়, যদি তাদের ৩০ লাখ টাকা না দেওয়া হয়, তবে সোশ্যাল মিডিয়ায় ওই সব ছবি ও ভিডিও পোস্ট করে দেওয়া হবে। শেষমেষ ১০ লাখে চুক্তি হয়, ওই ব্যক্তি তাঁর এক আত্মীয়কে ফোন করে টাকার ব্যবস্থা করতে বলেন। এরপর রাজৌরি গার্ডেন গেটের সামনে আত্মীয় টাকা তুলে দেন এক অভিযুক্তের হাতে। এরপর অভিযোগকারীকে ছেড়ে দেওয়া হয়, তবে হুমকি দেওয়া হয়, পুলিশে বিন্দুবিসর্গ জানালে ওই সব ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে। তদন্তে নেমে অভিযুক্ত ৬ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও এঁদের বিরুদ্ধে মধুচক্র চালানোর একাধিক অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, এই চক্রে আরও যারা জড়িত, তাদের খুঁজছে তারা।