কলকাতা: সাদা-কালো দাবার ছকে যেমন লড়াইয়ের গল্প হয়, তেমনই বোনা হয় প্রেমের গল্পও। মুক্তি পেল 'দাবাড়ু' (Dabaru) ছবির প্রথম গান, 'ঝগড়া করি চল'। বিখ্যাত দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবনকে রুপোলি পর্দায় তুলে ধরেছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। গ্রীষ্মের ছুটিতে মুক্তি পাবে ছবিটি। আর যে গানটি সদ্য মুক্তি পেল, সেখানে দাবা নয়, রয়েছে এক সরল, কিশোর-কিশোরীর ভালবাসার গল্প। অন্যদিকে, ভালবাসার কি সত্যিই কোনও বয়স হয়? সংসার, দায়িত্ব সমস্ত কিছু সামলে, বয়সের হিসেব না কষেই যদি দুটি মানুষ ভালবেসে ফেলে একে অপরকে, সেই প্রেমকে কি পরিণতি দেয় সমাজ? সেই প্রশ্নই তুলে দিয়ে যায় মানসী সিংহের প্রথম ছবি, 'এটা আমাদের গল্প'। মুখ্যভূমিকায় অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল বিনোদন দুনিয়ার কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি


যে ভালবাসায় বয়সের বাধা নেই.. শাশ্বত-অপরাজিতার এক অন্য সম্পর্কের গল্প বলছেন মানসী


ভালবাসার কি সত্যিই কোনও বয়স হয়? সংসার, দায়িত্ব সমস্ত কিছু সামলে, বয়সের হিসেব না কষেই যদি দুটি মানুষ ভালবেসে ফেলে একে অপরকে, সেই প্রেমকে কি পরিণতি দেয় সমাজ? সেই প্রশ্নই তুলে দিয়ে যায় মানসী সিংহের প্রথম ছবি, 'এটা আমাদের গল্প'। মুখ্যভূমিকায় অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। মুক্তি পেল নতুন ছবি 'এটা আমাদের গল্প'- ট্রেলার ('Eta Amader Golpo' Trailer Out)। মানসী সিংহ পরিচালিত ও শুভঙ্কর মিত্র, 'ধাগা প্রোডাকশন' প্রযোজিত 'এটা আমাদের গল্প' ছবিটি মূলত এক এমন ভালাবাসার গল্প বলে, যা সমাজের চোখে খুব একটা সাধারণ নয়। সমাজ, সংসারের সমস্ত দায়িত্ব পালন করে একটা বয়সের পরে শেষমেষ যেন একা হয়ে যান মানুষ। সেই সময় যদি মানুষ ফের একবার সুযোগ দিতে চায় জীবনকে.. তা কি অপরাধ? এই গল্পে শাশ্বত ও অপরাজিতার দুটি চরিত্র এমনই। একজন বাঙালি, অন্যজন অবাঙালি। দুজনের মধ্যে বেমানান অনেক কিছুই, মিল কেবল একটাই। ভাল থাকার চেষ্টা। আর সেই চেষ্টাই কাছাকাছি আনে দুটি মানুষকে। কিন্তু তাদের পরিবার? দুটি মানুষের কাছে আসা নিয়ে পরিবারের মধ্যেই তৈরি হয় মতভেদ। পাশে থাকা, না থাকা... সব মিলিয়ে পরিবারের মধ্যেও তৈরি হয় দ্বন্দ্ব। শেষমেষ সম্পর্ক গড়ায় বিয়ের পিঁড়িতে।এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Konineeka Banerjee), তারীণ জাহান, সোহাগ সেন, আর্য্য দাশগুপ্ত, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়। প্রাঞ্জল দাসের পরিচালনায় তৈরি হয়েছে নেপথ্য সঙ্গীত। ছবিতে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বসু, কাজল চট্টোপাধ্যায়, মনস্বীতা ঠাকুরের কণ্ঠে গান রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় 'এটা আমাদের গল্প'। 


 






 


দাবার সঙ্গে মিশে গেল প্রেমের গল্প, মৈনাক-সুরঙ্গনার গলায় 'ঝগড়া করি চল'


সাদা-কালো দাবার ছকে যেমন লড়াইয়ের গল্প হয়, তেমনই বোনা হয় প্রেমের গল্পও। মুক্তি পেল 'দাবাড়ু' (Dabaru) ছবির প্রথম গান, 'ঝগড়া করি চল'। বিখ্যাত দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবনকে রুপোলি পর্দায় তুলে ধরেছেন পথিকৃৎ বসু (Pathikrit Basu)। গ্রীষ্মের ছুটিতে মুক্তি পাবে ছবিটি। আর যে গানটি সদ্য মুক্তি পেল, সেখানে দাবা নয়, রয়েছে এক সরল, কিশোর-কিশোরীর ভালবাসার গল্প। এই গানের লিরিক্স লিখেছেন ও কম্পোজিসন তৈরি করেছেন প্রসেন। মৈনাক মজুমদার ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Mainak Mazoomdar & Surangana Bandhyopadhyay)-এর কন্ঠে শোনা যাবে এই গানটি। উইন্জোডের ছবি মানেই সেখানে বেশিরভাগ সময়েই গুরুত্বপূর্ণ জায়গা পায় গান। নন্দিতা রায় (Nandita Roy) ও সঞ্জয় আগরওয়ালের পরিচালনায় (Sanjay Agarwal)-এর প্রযোজনায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)-এর ক্রিয়েটিভ প্রযোজনায় তৈরি হয়েছে নতুন ছবি। এই ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)-কে দেখা যাবে সূর্য শেখরের শিক্ষকের চরিত্রে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-কে দেখা যাবে সূর্য শেখরের মায়ের চরিত্রে। টিজারে নেতিবাচক চরিত্রে নজর কাড়ছেন কৌশিক সেন (Kaushik Sen)-ও। টিজারের পরতে পরতে ফুটে উঠেছে এক লড়াইয়ের গল্প। উত্তর কলকাতার খুব সাদামাটা ঘরের এক পরিবারের ছেলের গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠার গল্প।


 






আরও পড়ুন: ACP Pradyuman: 'কুছ তো গড়বড় হ্যায়....' এখন কেমন আছেন, কী করছেন 'সিআইডি'-র 'এসিপি প্রদ্যুমন'?