মুম্বই: রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের পর থেকে কে এল রাহুল (KL Rahul) এবং আথিয়া শেট্টির (Athiya Shetty) বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্রে খবর, জোরকদমে চলছে দুই তারকার বিয়ের প্রস্তুতি। চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন রাহুল - আথিয়া। বিয়ের পর মুম্বইয়ের বিলাহবহুল আবাসনে সংসার পাতবেন তাঁরা। সূত্রের খবর এমনটাই। যদিও কে এল রাহুল কিংবা আথিয়া শেট্টির পক্ষ থেকে বিয়ের প্রসঙ্গে এখনও কিছু জানান হয়নি। তবে, এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সুনীল কন্যা আথিয়া শেট্টি।
বিয়ে প্রসঙ্গে আথিয়া শেট্টি-
সম্প্রতি জানা গিয়েছে যে, মুম্বইয়ের বান্দ্রার একটি বহুতলের গোটা ফ্লোর কিনে ফেলেছেন আথিয়া শেট্টি। নতুন বাড়ির কাজ চলছে এখনও। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, সেই বাড়িতেই সংসার পাততে চলেছেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি। যদিও অভিনেত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন যে, তিনি নতুন বাড়িতে যেতে চলেছেন। তবে, পরিবারের সদস্যদের সঙ্গে। মা, বাবা, ভাইয়ের সঙ্গে শীঘ্রই নতুন বাড়িতে যাবেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমি অন্য কারও সঙ্গে নতুন বাড়িতে উঠছি না। বাবা-মায়ের সঙ্গে যাচ্ছি। আমার পরিবার এবং আমি খুব শীঘ্রই নতুন বাড়িতে থাকব।'
আরও পড়ুন - Vicky Katrina: জলের মাঝে রোম্যান্স, ভিকি-ক্যাটরিনার ছবি থেকে চোখ সরাতে পারছে না নেট দুনিয়া
ভারতীয় ক্রিকেটার এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন আথিয়া শেট্টি। অভিনেত্রী বলেন, 'আমি এই ধরনের কোনও প্রশ্নের উত্তর দেব না। এই সব বিষয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। এখন আমার এসব শুনলে হাসি পায়। মানুষ যা ভাবতে চায় ভাবতে পারে।' প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাহুল - আথিয়ার বিয়ের গুঞ্জনকে কার্যত নস্যাৎ করে দেন অভিনেত্রী ভাই আহান শেট্টি। জানান, এখনও পর্যন্ত এমন কিছুর প্রস্তুতি চলছে না।
২০১৫ সালে অভিনয় জগতে পা রাখেন সুনীল শেট্টি কন্যা আথিয়া। 'হিরো' ছবিতে সূরজ পাঞ্চোলির বিপরীতে প্রথমবার দেখা যায় তাঁকে। নওয়াজউদ্দিন সিদ্দির বিপরীতে 'মোতিচুর চাকনাচুর' ছবিতে দেখা যায় তাঁকে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি বর্তমানে দুটি প্রোজেক্টে কাজ করছেন। শীঘ্রই নতুন প্রোজেক্টের ঘোষণা করবেন।