Vicky Katrina: জলের মাঝে রোম্যান্স, ভিকি-ক্যাটরিনার ছবি থেকে চোখ সরাতে পারছে না নেট দুনিয়া

বিয়ের পর থেকে তাঁদের (Vicky Katrina) সম্পর্কের রসায়ন থেকে চোখ সরাতে পারছে না সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। এদিন ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এমনই একটি ছবি পোস্ট করেছেন।

Continues below advertisement

মুম্বই: বি টাউনের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত জুটি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। নানা সময় তাঁরা নিজেদের রোম্যান্টিক মেজাজের ছবি পোস্ট করে থাকেন। পর্দায় জুটি না বাঁধলেও বাস্তব জীবনে তাঁরা জুটি বেঁধেছেন। আর বিয়ের পর থেকে তাঁদের সম্পর্কের রসায়ন থেকে চোখ সরাতে পারছে না সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। এদিন ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এমনই একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে চক্ষু চড়কগাছ নেট দুনিয়ার।

Continues below advertisement

জলের মাঝে রোম্যান্টিক মেজাজে ভিকি-ক্যাটরিনা-

এদিন ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিকি কৌশলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে জলের মাঝে ভিকিকে দুহাতে আগলে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা। ভিকিও দুহাত দিয়ে ক্যাটরিনার কোমর জড়িয়ে ধরে রয়েছেন। শনিবার নেট দুনিয়ায় রোম্যান্টিক মেজাজের ছবি পোস্ট করে উত্তাপ বাড়ালেন দুই তারকা। ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, 'আমি ও আমার।' ভিকি-ক্যাটরিনার ছবিতে সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রিয়ঙ্কা চোপড়া থেকে হৃত্বিত রোশন জনপ্রিয় এই দম্পতির ছবিতে ভালোবাসা প্রকাশ করেছেন।

আরও পড়ুন - Bollywood Updates: জুটি বাঁধছেন আমির-রণবীর? কোন পরিচালকের ছবিতে দেখা যাবে?

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি কৌশল প্রশংসায় ভরিয়ে দেন ক্যাটরিনা কাইফকে। সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার জীবনের প্রতিটা ক্ষেত্রেই ক্যাটরিনা আমাকে খুব দুর্দান্তভাবে প্রভাবিত করেছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে ওর মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। কারণ, ও অসাধারণ বুদ্ধিমতী, বড় মনের এবং দুর্দান্ত একজন মানুষ। প্রত্যেকটাদিন আমি ওর থেকে কিছু না কিছু শিখি।' ক্যাটরিনা কাইফকে শেষবার পর্দায় দেখা গিয়েছে গতবছর মুক্তি পাওয়া 'সূর্যবংশী' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংহকে। সামনেই একাধিক ছবি মুক্তি পেতে চলেছে তাঁর। 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা', 'ফোন ভূত' ও আরও বেশ কিছু ছবি আসতে চলেছে। অন্যদিকে, ভিকি কৌশলকেও একাধিক ছবিতে শীঘ্রই দেখা যাবে।

Continues below advertisement
Sponsored Links by Taboola