কলকাতা: সদ্য ICC Champions Trophy জিতে বাড়ি ফিরেছেন তিনি। দুবাইয়ের মাঠে দুর্দান্ত উইকেট কিপিং করে দলকে ম্যাচ জেতাতে নিজের অবদান রেখেছেন তিনি। সামনে আবার আইপিএল। ফের বাইশ গজে নেমে পড়তে হবে কে এল রাহুল (K L Rahul)-কে। আর তার মধ্যেই পরিবারের জন্য এক টুকরো সময় খুঁজে বের করে নেওয়া। বাবা হতে চলেছেন কে এল রাহুল। মা হতে চলেছেন আথিয়া শেট্টি (Athiya Shetty)। স্বামী ICC Champions Trophy জিতে ঘরে ফেরার পরেই, প্রথম বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন আথিয়া। 


দুবাইয়ের মাঠে ICC Champions Trophy-র ফাইনাল দেখতে উপস্থিত থাকতে পারেননি আথিয়া। মাঠে যখন রাহুল ম্যাজিক দেখাচ্ছেন, তখন তিনি চোখ রেখেছিলেন টিভির পর্দায়। দূর থেকে তিনি সাক্ষী থেকেছেন ভারতের চ্যাম্পিয়ান হওয়ার। মাঠে পৌঁছে শুভেচ্ছা জানাতে পারেননি রাহুলকে। তবে রাহুল জেতার পর, উচ্ছ্বাসের ছবি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। চ্যাম্পিয়ান হয়েই ঘরে ফিরেছেন রাহুল। তবে কয়েকটা দিন পরেই তাঁকে ফের নেমে পড়তে হবে মাঠে। দিল্লি ক্যাপিটালসের হয়ে এবার আইপিএল খেলবেন রাহুল। গত মরসুম পর্যন্ত লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক ছিলেন রাহুল। তবে গত মরসুমে একটা ম্যাচ হারার পরেই সঞ্জীব গোয়েঙ্কা মাঠেই ভৎসনা করা রাহুলকে। এই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল। প্রবল সমালোচিত হয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তখনই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল যে আগামী মরসুম থেকে অন্য দলে দেখা যেতে পারে রাহুলকে। সেই জল্পনায় সিলমোহর। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামছেন রাহুল। ফলে খুব তাড়াতাড়িই ফের তাঁকে বেরিয়ে পড়তে হবে। শারীরিক অবস্থার কারণেই হয়তো মাঠে থাকতে পারবেন না আথিয়া। তবে রাহুল ঘরে ফেরার পরেই আদুরে পোস্ট শেয়ার করে নিলেন তিনি। 


আথিয়া সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে স্পষ্ট তাঁর বেবি বাম্প। রাহুলের সঙ্গে আদুরে ফটোশ্যুট করিয়েছেন আথিয়া। এর কোনোটায় আথিয়ার কোলে শুয়ে রয়েছেন কে এল রাহুল। কোনোও ছবিতে আবার একাই রয়েছেন আথিয়া। আর মিষ্টি এই ফটোশ্যুট দেখে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা শর্মা থেকে শুরু করে ইলিয়েনা ডিক্রুজ, কিয়ারা আডবাণী ও অন্যান্যরা। 


 






আরও পড়ুন: Parambrata Chatterjee: মুন্ডিত মস্তক তাই কি লাল পাগড়ির আড়াল? পরমব্রতর রহস্যের উত্তর 'কিলবিল সোস্যাইটি'-র লুকে